২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহা পরিচালকের কৃষি অফিস পরিদর্শন; কর্মকর্তাদের সাথে... বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

তাদের গন্তব্য ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর সমাধিতে ভারতের ২১ সাইক্লিষ্টের শ্রদ্ধা নিবেদন

 এম শিমুল খান, গোপালগঞ্জ। সমকালনিউজ২৪

‘বাংলা কখানো হয় না ভাগ….. বাংলা ভাষায় আমরা এক….এমন গান গেয়ে গেয়ে ভারতের কলকাতার হানডেড মাইলস নামে একটি পর্যটন সংগঠন ‘ভাষাসূত্র’ কর্মসূচীর ব্যানারে ২০ সাইক্লিষ্টসহ ২১জন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন।

রোববার বিকেলে টুৃঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকার পর তারা ঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন। এরপর তারা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে তারা স্বাক্ষর করেন। সাইক্লিষ্টরা বঙ্গবন্ধু সমাধি সৌধের মিউজিয়াম, পাবলিকপ্লাজা, ওপেন থিয়েটার, খোলাচত্বর, বকুলতলাচত্বর, ক্যাফেটোরিয়াসহ বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন।

হানডেড মাইলস পর্যটনের ব্যবস্থাপক সুদীপ্ত পাল বলেন, ভারত বর্ষ স্বাধীন করেছেন নেতাজী সুভাষ চন্দ্র বোস। বাংলাদেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দু’দেশের স্থপতিই হচ্ছেন দু’বীর বাঙ্গালী। ২০১৮ সালে নেতাজীর আজাদ হিন্দ বাহিনী গঠনের ৭৫ বছর পূর্ণ হয়েছে। আগামী বছর বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী হচ্ছে। তাই দু’ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা সপ্তম ভাষা সূত্রর ব্যানারে ১৪ ফেব্রুয়ারী কলকাতার নেতাজি ভবন থেকে নেতাজির প্রতিশ্রদ্ধা নিবেদন করে সাইকেলে ২০ জনসহ আমি রওনা হই। ওই রাতে আমরা ভারতে সুন্দর গ্রামে রাত্রি যাপন করি। পরের দিন ঘোজাডাঙ্গা-ভোমড়াবর্ডার ক্রস করে সাতক্ষীরায় অবস্থান করি। ১৬ ফেব্রুয়ারী যশোরের সাগরদাড়ি মহাকবি মাইকেল মধু সূধন দত্তের বাড়ি ঘুরে রাতে খুলনা পৌঁছে রাত কাটাই। রোববার সকালে খুলনা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেই। বিকেলে টুঙ্গিপাড়া পৌঁছাই। আমরা রাতে টুঙ্গিপাড়া থাকব। সকালে কোটালীপাড়ায় কবি সুকান্তের পৈত্রিক নিবাস ঘুওে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেব। ১৯ ফেব্রুয়ারীরাতে আমরা ভাঙ্গা অবস্থান করব। ২০ ফেব্রুয়ারী ঢাকা পৌঁছানোর পর আরো ১০ জন আমাদের সাথে যোগ দেবে। আমরা ৩১ সদস্য এ দিন ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবো। ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক ভাষা দিবসে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো। এরমধ্য দিয়েই আমাদের ‘ভাষাসূত্র’ কর্মসূচীর সমাপ্তি ঘটবে।

এরআগে আমরা ৬ বার ‘ভাষাসূত্র’ কর্মসূচী করেছি। ওই ৬ বারই সাইকেলে করে ভারত থেকে বাংলাদেশে এসেছি। হানড্রেড মাইলস্ এর কর্ণধর ও সাইকেলটিমের দলপতি সরজিৎ রায় বলেন, ভাষায় এপার বাংলা ও ওপার বাংলা এক। দু’বাংলার মানুষের ভাষা, সংস্কৃতিতে হুবহু মিল রয়েছে। দু’অঞ্চলের মানুষের মধ্যেই মমত্ব বোধ রয়েছে। বাংলাদেশে এসে আমরা বার বার অভিভূত হই। তাইআমরা দু’ দেশকে আলাদা দেখিনা।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
গোপালগঞ্জ বিভাগের সর্বশেষ
গোপালগঞ্জ বিভাগের আলোচিত
ওপরে