২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহা পরিচালকের কৃষি অফিস পরিদর্শন; কর্মকর্তাদের সাথে... বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

তানোরে সড়ক দুর্ঘটনায় আহত ৭

  সমকালনিউজ২৪

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তানোরে গরু বহনকারী ভটভটির স্যাপ ভেঙ্গে ডাইভারসহ ৭জন আহত হয়েছে।গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে তানোর টু মুণ্ডুমালা রাস্তার বুড়াবুড়ি বটগাছ নামক জায়গায় ঘটে দুর্ঘটনাটি । আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মুণ্ডুমালা বাজারের বিভিন্ন ফার্মেসীতে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মাঝে কয়েকজনের অবস্থা মারাত্মক বেগতিক বলে প্রত্যাক্ষদর্শীরা জানান।

জানা গেছে চলতি মাসের ২৪ মে শুক্রবার দুপুর ১২টার দিকে মুণ্ডুমালা পৌর এলাকার বাসিন্দা আশরাফুলের গরু বহনকারী ভটভটিতে করে গরু ৭জন ব্যবসায়ীকে নিয়ে মুণ্ডুমালা থেকে চৌবাড়িয়া হাটে যাবার সময় কিছুদুর আসতেই বুড়াবুড়িতলার বটগাছ নামক জায়গায় পৌছামাত্র ভটভটির সামনের ভেঙ্গে পড়ে। ভেঙ্গে পড়ার সাথে সাথেই ভটভটিতে থাকা গরু ব্যবসায়ী ৭জনসহ ডাইভার আহত হন। আহতদের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন গরু ব্যবসায়ী মুণ্ডুমালা পৌর এলাকার টকটকিয়াগ্রামের আলা, মুণ্ডুমালা বাজার এলাকার জামাল, মাহালীপাড়ার যোহন এবং গাড়ীর ডাইভার আশরাফুল ।স্থানীয় দের চেষ্টায় ফায়ার সার্ভিস ষ্টেশন খবর দিলে তাঁরা গিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

ভর্তি করানো হয়েছে।স্থানীয়দের অভিযোগ এরাস্তায় প্রায় দিন ভটভটি না হলে ট্রলি দুর্ঘটনার পড়ে থাকতে দেখা যায়। তাদের গাড়ী চালানোও মারাত্মক বেপরোয়া । কোন ধরনের নিয়ম শৃঙ্খলা নেই চালকদের। থানার ওসি খাইরুল ইসলাম জানান এঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি।#

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
রাজশাহী বিভাগ বিভাগের সর্বশেষ
রাজশাহী বিভাগ বিভাগের আলোচিত
ওপরে