
তালতলী রিপোর্টার্স ইউনিটির ২০২৪ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার তালতলী রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
দৈনিক ইনকিলাবের তালতলী উপজেলা সংবাদদাতা কে এম রিয়াজুল ইসলাম সভাপতি ও দৈনিক দেশের সংবাদ, দৈনিক সৈকত সংবাদ এর প্রতিনিধি মোঃ মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ ইদ্রিসুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আলমাস হোসেন, অর্থ-সম্পাদক আর.এম. রনি মল্লিক, সাংগঠনিক সম্পাদক নুরুন নাহার, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ খলিলুর রহমান, সদস্য- রতন কুমার বিশ্বাস ও মুঃ ইসাহাক বাচ্চু। এই সংগঠনটির মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের কল্যাণ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও পারস্পরিক সহযোগিতায় কাজ করে যাবে।































