২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন ব্যবসায়ীকে ১ লাখ টাকা... সাপাহারে রহমতের বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায় ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর বরগুনায় হাজারের ওপর ডায়রিয়া আক্রান্ত, জায়গা নেই... বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি...

দুর্গাপুরের ধনেশ পত্রনবীশ নেত্রকোনা জেলার সেরা করদাতা

 তোবারক হোসেন খোকন,দুর্গাপুর প্রতিনিধিঃ সমকালনিউজ২৪

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ময়মনসিংহ কর অঞ্চলের ৫ জেলা‘র ২০২১-২০২২ অর্থ কর বছরে সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারীদের মধ্যে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন দুর্গাপুর পৌরসভার ব্যবসায়ী ধনেশ পত্রনবীশ। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড শ্রেষ্ঠ করদাতা হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করে।

“আপনার দেয়া আয়কর দেশকে করবে স্বনির্ভর” এ শ্লোগানে ময়মনসিংহের তারেক স্মৃতি মিলনায়তনে ময়মনসিংহ কর অঞ্চল এর আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়। ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার মো. কবির উদ্দিন মোল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিপিএম ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, ডেপুটি কমিশনার আনোয়ার হোসেন, এডভোকেট সাদিক হোসেন, অতিরিক্ত কর কমিশনার ড. মো. সামছুল আরেফিন প্রমুখ।

জাতীয় রাজস্ব বোর্ড এবং কর অঞ্চল ময়মনসিংহের সার্বিক মূল্যায়নের ভিত্তিতে ব্যবসায়ী ধনেশ পত্রনবীশকে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে ক্রেস্ট, ট্যাক্স কার্ড ও সনদ প্রদান করা হয়। এসময় ময়মনসিংহ বিভাগের অন্যান্য জেলার সকল করদাতাগণ উপস্থিত ছিলেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে