২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহা পরিচালকের কৃষি অফিস পরিদর্শন; কর্মকর্তাদের সাথে... বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

দুর্গাপুরে আকষ্মিক বন্যায় বিরিশিরি-শ্যামগঞ্জ মহাসড়ক ভাঙ্গার আশংঙ্কা

 তোবারক হোসেন খোকন,দুর্গাপুর, সমকালনিউজ২৪

জেলার দুর্গাপুরে দু‘দিনের টানা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা আকস্মিক বন্যায় উপজেলার বিভিন্ন এলাকা প্রাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

এ নিয়ে শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখাগেছে, আকস্মিক ভাবে আসা বন্যার পানি এলাকার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ায় ফসলি জমি সহ বিভিন্ন সড়ক মহা-সড়ক ভাঙ্গার উপক্রম দেখা দিয়েছে। এদিকে বিরিশিরি-শ্যামগঞ্জ মহাসড়কের ইন্দ্রপুর এলাকায় সদ্য নির্মিত এই ব্রীজের নিচ দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় সড়কের দুই পাশের্^র মাটি সড়ে বড় গর্তের সৃষ্টি হওয়ার সাথে সাথে উপজেলা ও জেলা প্রসাশনের পাশাপাশি এলাকার মানুষ সেচ্ছা শ্রমের মাধ্যমে রাস্তা রক্ষার কাজে লেগে পড়েন। স্থানীয়দের মধ্যে আশরাফুল ইসলাম বলেন, হঠাৎ করে পানি চলে আসায় আমরা খুব আতঙ্কিত অবস্থায় রয়েছি। যদি এ ব্রীজটি ভেঙ্গে যায় তাহলে এলাকার শত শত মানুষের দুর্ভোগের শেষ থাকবে না।

এ নিয়ে ইউএনও ফারজানা খানম বলেন, আমি অত্র এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞ। এলাকার ভাঙ্গন রোধে প্রশাসনের পাশপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় সকল পেশাজীবি মানুষ পানি উন্নয়ন বোর্ডের লোকজনের সাথে কাজে সহায়তা করছেন। কুল্লাগড়া ইউনিয়নেও ভাঙ্গন রোধে উপজেলা প্রশাসন কাজ করছে। যে কোন দুর্যোগ মোকাবেলা করতে পারবো ইনশাহআল্লাহ্।

এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার বলেন, এলাকায় হঠাৎ বন্যার পানি প্রবেশ করায় বেশ ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে প্লাবিত এলাকা পরিদর্শন করেছি। বড় ধরনের সমস্যা মোকাবেলায় উপজেলা প্রশাসন সদা প্রস্তত রয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সংসদ সদস্য রেমন্ড আরেং, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম, যুবলীগ সহ:সভাপতি সুমন চৌধুরী, যুগ্ন সম্পাদক কামরুল হাসান জনি প্রমুখ।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে