২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
বরগুনায় হাজারের ওপর ডায়রিয়া আক্রান্ত, জায়গা নেই... বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি... বৃষ্টির জন্য মোনাজাতে অঝোরে কাঁদলেন মুসল্লিরা বরগুনায় পুলিশের অভিযানে গাজাঁসহ গ্রেফতার-১ চাঁদপুরে ভূয়া কাবিননামা তৈরী, কাজী ও তার সহযোগী

দুর্নীতি ঠেকাতে সামাজিক প্রতিরোধ জরুরি,দুদক কমিশনার

  সমকালনিউজ২৪

নাজিম হাসান,রাজশাহী:
দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সরকারি প্রচেষ্টার পাশাপাশি সামাজিক প্রতিরোধ জরুরি। দুর্নীতি প্রতিরোধ করতে হলে সামাজিক ভাবে সকলকে সচেতন হতে হবে। অভিযুক্ত যে সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকে অভিযোগ রয়েছে সেগুলো বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া দুর্নীতি প্রতিরোধ করতে হলে সামাজিক ভাবে সকলকে সচেতন হতে হবে। বর্তমান সরকার দেশকে দুর্নীতিমুক্ত করতে কাজ করে যাচ্ছে। রবিবার রবিবার (০৫ মে) সকাল সাড়ে ১০টান সময় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি অ্যাওয়ার্ড-২০১৮ এর পুরস্কার বিতরণীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনওয়ার হোসেনের সভাতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর ডিআইজি একেএম হাফিজ আক্তার,মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার সাজিদ হোসেন,জেলা প্রশাসক এসএমএ কাদের,রাজশাহী মহানগর দুর্নিতি প্রতিরোধ কমিটির সভাপতি ইয়াহিয়া মোল্লা প্রমুখ। এ বছর শ্রেষ্ঠ জেলার পুরস্কার পেয়েছে বগুড়া জেলা। উপজেলাতে শ্রেষ্ঠত্ব পায় রাজশাহীর গোদাগাড়ী, চাপাইনবাবগজের নাচোল এবং পাবনার উল্লাপাড়া।#

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
রাজশাহী বিভাগ বিভাগের সর্বশেষ
রাজশাহী বিভাগ বিভাগের আলোচিত
ওপরে