১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

দেশকে এগিয়ে নিতে বিএনসিসি ক্যাডেটদের নিষ্ঠা ও দায়িত্বের সাথে কাজ করতে হবে – ব্রিগেডিয়ার জেনারেল মো. সামসুজ্জামান।

 মো.আলাউদ্দীন,হাটহাজারী , চট্টগ্রাম প্রতিনিধি। সমকালনিউজ২৪

জ্ঞান, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবা এ তিন মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের ১০ দিনব্যাপী ‘রেজিমেন্ট ক্যাম্পিং ২০১৮-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় হাটহাজারীর বড়দীঘির পাড়স্থ চট্টগ্রাম সেনানিবাসের মিলিটারি ফার্ম সংলগ্ন ফরমেশন ড্রাইভিং ট্র্যাক এলাকায় ওই রেজিমেন্ট ক্যাম্পিং এর উদ্বোধন করেন চট্টগ্রাম সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সামসুজ্জামান, এ ও ডবিøই সি, পিএসসি।

 

উদ্বোধন শেষে ক্যাডেটদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে বিএনসিসি ক্যাডেটদের নিষ্ঠা ও দায়িত্বের সাথে কাজ করতে হবে। ক্যাডেটরা এ প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। দেশ ও জাতিকে শান্তি এবং যুদ্ধকালীন সময়ে স্বতঃস্ফূর্তভাবে সেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়া লেখাপড়ার সাথে সাথে নৈতিক চরিত্রের উন্নয়ন ও নেতৃত্বের গুণাবলী অর্জনের লক্ষে সামরিক প্রশিক্ষণের পাশাপাশি দেশের উন্নয়নমূলক কাজে স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগাবে। তার সাথে বিএনসিসির প্রতিটি ক্যাডেট সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা পালন করবে।

 

এ সময় কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল মো. সফিকুর রহমান, জি, রেজিমেন্ট ক্যাম্পিং এর প্রশিক্ষণ অফিসার ও রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর মো. মঞ্জুূরে খোদা, ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্ণেল (বিএনসিসিও) ড. এম শফিকুল আলম, চট্টগ্রাম সেনানিবাসের স্টেশন সদর দপ্তরের স্টাফ অফিসার মেজর খোন্দকার আবু হোরাইরা, ১১ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট মেজর সৈয়দ জহির উদ্দীন মোহাম্মদ বাবর, ১২ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার মেজর (বিএনসিসিও) ড. এম শওকতুল মেহের, ১৪ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার মেজর (বিএনসিসিও) মো. রফিক উদ্দিন, ১৪ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট মেজর মো. জসীম উদ্দিন, জি, ১৫ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার মেজর (বিএনসিসিও) একেএম সামসুদ্দিন, ক্যাম্প এ্যাডজুটেণ্ট ক্যাপ্টেন (বিএনসিসিও) মো. কলিম উল্লাহ চৌধুরী ও ক্যাম্প প্রশিক্ষণ পরিচালনাকারী ক্যাপ্টেন (বিএনসিসিও) কাজী নাজমুল হুদাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এর আগে রেজিমেন্ট ক্যাম্পিং এর উদ্বোধক চট্টগ্রাম সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সামসুজ্জামান প্রশিক্ষণ স্থলে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার, ১১ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডারসহ বিএনসিসি অফিসাররা।

 

এছাড়া উক্ত প্রশিক্ষণে অংশ নেয়া একদল চৌকষ ক্যাডেট উদ্বোধককে সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করে।

 

এবার চট্টগ্রাম অঞ্চলের ৫৭টি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ২১০ জন সিনিয়র (পুরুষ) ক্যাডেট, ১০৯ জন সিনিয়র (মহিলা) ক্যাডেট ও ১০৮ জন জুনিয়র (পুরুষ) ক্যাডেটসহ মোট ৪২৭ জন ক্যাডেট স্বতঃস্ফূর্তভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করে। এ ক্যাম্পে ক্যাডেটরা পিটি, ড্রিল, ম্যাপ রিডিং, ফায়ারিং, এ্যাসল্ট কোর্স, ছদ্মবেশ ও গোপনীয়তা, ভাইপার ডেম্যুসহ অন্যান্য সামরিক বিষয়াবলীর উপর প্রশিক্ষণ গ্রহণ করবে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
চট্টগ্রাম বিভাগের সর্বশেষ
চট্টগ্রাম বিভাগের আলোচিত
ওপরে