বাংলাদেশের জাতীয় পত্রিকা দৈনিক মতপ্রকাশের নিয়মিত ভিত্তিতে সংবাদ প্রেরণ এবং কর্মরত সাংবাদিকদের সেরা রিপোর্টের ভিত্তিতে তিন সদস্যের জুরি বোর্ড সেরা লেখার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিউজ করার জন্য দৈনিক মতপ্রকাশের সম্পাদক মো:রাকিবুল বাসার (রাকিব) সাড়া বাংলাদেশের মধ্যে তিন জন সাংবাদিককে পুরস্কৃত করছেন ৷
শনিবারে দৈনিক মতপ্রকাশ পেজে এ তথ্য পোস্ট করেন সম্পাদক মোঃ রাকিবুল বাসার রাকিব ৷
তার মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদক,তারপরে রয়েছেন এস এম আল আমিন পঞ্চগড় ও মো:আতাউর রহমান (রানা) ।
দৈনিক মতপ্রকাশের সম্পাদকের আশা ও দীর্ঘ দিনের স্বপ্ন খুব অল্প সময়ের মধ্যে পূরণ হতে যাচ্ছে । সাড়া বাংলাদেশে ঘরে ঘরে একযোগে পৌছে যাবে তার পত্রিকা । তিনি সকলের কাছে দোয়া প্রার্থী ।
জানা যায়, মোঃ ইলিয়াস আলীর জন্ম ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে৷সে ২০১৫ সালে দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় বালিয়াডাঙ্গী উপজেলার সিনিয়র সাংবাদিক এন এম নুরল এর হাত ধরে সাংবাদিকতায় জড়িয়ে পড়ে ৷ প্রথমে দৈনিক মহানগর দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেও পড়ে কয়েকটি পত্রিকায় জেলা প্রতিনিধি ও নিজস্ব প্রতিনিধি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন ৷ তিনি ২০১৭ সালে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও ২০১৮ সালে বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে এখনো দায়িত্ব আছেন ৷
তিনি শ্রেষ্ঠ সম্মাননা পাওয়ায় তার টাইমলাইনে,মন্তব্যে ও মেসেঞ্জারে তাকে তার সংগঠন ও ফেসবুক বন্ধুরা অভিনন্দন জানান ৷
ইলিয়াস আলীকে শ্রেষ্ঠ সম্মাননা দেওয়ায় তিনি সম্পাদক ও জুরি বোর্ডকে ধন্যবাদ জানান এবং এই সম্মাননা অব্যহত রাখার অনুরোধ জানান ৷ তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যেন তিনি সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারেন এবং এ সমাজের অন্যায়,অনিয়ম ও সমাজের অবহেলিত মানুষের কথা তুলে ধরতে পারেন ৷
মোঃ ইলিয়াস আলী




 
	

























