২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

নওগাঁয় বিকাশে প্রতারক চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব আব্দুল হাকিম

 নওগাঁ প্রতিনিধি, সমকালনিউজ২৪

নওগাঁয় বিকাশ প্রতারকের ফাঁদে পড়ে টাকা হারালো আব্দুল হাকিম। তার বিকাশ নাম্বার থেকে ৫৭ হাজার ৫শত ছিয়াত্তর হাজার টাকা হাতিয়ে নিয়েছে বিকাশ প্রতারক চক্র।

আব্দুল হাকিম জানান, গত সোমবার (২২-০৭-১৯ইং) সকালে সাড়ে ১০টার সময় তার ঢাকার এক ব্যবসায়ী বিকাশে মাধ্যমে ১৪হাজার টাকা পাঠায়। এর আধা ঘন্টা পরেই অজ্ঞাত এক ব্যক্তি এই (০১৮৭৬-১২৩৬৪৫) নাম্বার থেকে তাকে ফোন দিয়ে বলে ‘আমি বিকাশ থেকে বলছি। আপনার বিকাশে কিছুক্ষণ আগে যে টাকা এসেছে তা আপনি সমস্যার কারণে টাকা গুলো বের করতে পারবেন না। এই মহুর্তে আমি একটি এসএমএস করছি সেই পিন নম্বরটি আমাকে বলুন। তাহলে আপনার একাউন্ট ঠিক হয়ে যাবে। প্রতারকের কথা শুনে পিন নাম্বারটি বলার পর পরই হাকিমের মোবাইলে টাকা উত্তোলোনের ম্যাসেজ আসতে থাকে। সে বুঝতে পারে তার সব টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র।

এ ঘটনায় পোরশা থানায় একটি অভিযোগ দায়ের করেন আব্দুল হাকিম। সে উপজেলার চকবিষ্ণপুর গ্রামের মৃত আফাজ উদ্দীন মৌলভির ছেলে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
নওগাঁ বিভাগের সর্বশেষ
নওগাঁ বিভাগের আলোচিত
ওপরে