২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
বরগুনায় হাজারের ওপর ডায়রিয়া আক্রান্ত, জায়গা নেই... বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি... বৃষ্টির জন্য মোনাজাতে অঝোরে কাঁদলেন মুসল্লিরা বরগুনায় পুলিশের অভিযানে গাজাঁসহ গ্রেফতার-১ চাঁদপুরে ভূয়া কাবিননামা তৈরী, কাজী ও তার সহযোগী

নন্দীগ্রামে জাতীয় পার্টির রাজনীতিবীদ ও সাবেক প্রধান শিক্ষকের ঠাঁই যাত্রী ছাউনি

 সুমন কুমার নিতাই,নন্দীগ্রাম প্রতিনিধিঃ সমকালনিউজ২৪

বগুড়ার নন্দীগ্রামে প্রবীণ রাজনীতিবীদ ও সাবেক প্রধান শিক্ষকের ঠাঁই হলো যাত্রী ছাউনিতে।

জানা যায়, উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রাম মহল্লার মৃত. আয়েত আলী শেখের পুত্র আব্দুর রশিদ শেখ (৯০)। সে কুন্দারহাট ইনছান আলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক যিনি একসময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বগুড়া জেলা শাখার সহ-সভাপতি ছিলেন। তিনি নন্দীগ্রাম উপজেলা পরিষদের নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন।

এছাড়াও তিনি নন্দীগ্রাম উপজেলার গুলিয়া কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ও পার্শ্ববর্তী নাটোর জেলার সিংড়া উপজেলার সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। সমাজে ছিল তার অসামান্য অবদান এবং ব্যক্তিত্বের সাথে দিয়েছেন সমাজের নেতৃত্ব।

এলাকায় ছিল তার যথেষ্ট সুনাম ও সম্মান, ছিলেন অঢেল সম্পত্তির মালিক ছিলেন আঃ রশিদ শেখ।কিন্তু কালের বির্বতনে স্বর্বস্ব হারিয়ে আঃ রশিদ শেখ ঠাঁই পেয়েছেন কুন্দারহাট যাত্রী ছাউনিতে। সে দীর্ঘ ৮/৯ মাস যাবত কুন্দারহাট যাত্রী ছাউনীতে খেয়ে না খেয়ে মানবেতর জীবন দিনাতিপাত করছেন। বয়সের ভারে তার শারিরীক অবস্থা ও শোচনীয়। যার দরুণ, প্রসাব-পায়খানা যাত্রী ছাউনির মধ্যেই করেন। এতে যাত্রী ছাউনির বেহাল দশা। যাত্রী ছাউনিতে দূরপাল্লার অপেক্ষারত যাত্রীরাও সেখানে দুঃগন্ধের কারণে ছাউনিতে প্রবেশ করতে পারে না।

তাছাড়াও আশেপাশের দোকানদারসহ পথচারীরা আশপাশে অবস্থান করতে পারে না। তাই এলাকাবাসী জানান, সরকারি পৃষ্ঠপোষকতায় উক্ত অসহায় ব্যাক্তির সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য একটি বাসস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন। এ ব্যাপারে জানতে চাইলে, ইউপি সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, পারিবারিক সমস্যার কারণে এই পরিস্থিতির শিকার হন আব্দুর রশিদ শেখ।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বগুড়া বিভাগের সর্বশেষ
ওপরে