দিনাজপুরের নবাবগঞ্জে উত্তর শাহাবাজপুর রেসিডেন্সসিয়াল মডেল স্কুল উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী নবাবগঞ্জ হক সাহেবের বাজার নামক এলাকায় এই স্কুল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এলাকার শিক্ষানুরাগী শওকত আলীর সভাপতিত্বে ওয়াহিদুল ইসলাম ডিফেন্স’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার সরকার, স্কুলের পরিচালক শাহ মো. শহিদুল ইসলাম, আতাউর রহামান, রমজান আলী, হাবিবুর রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের সভাপতিত্ব শওকত আলী আনুষ্ঠানিক ভাবে উত্তর শাহাবাজপুর রেসিডেন্সসিয়াল মডেল স্কুলের শুভ উদ্বোধন ঘোষনা করেন। পরে স্কুলের সাফল্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।