১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

নোয়াখালীতে অস্ত্রসহ ৪ ডাকাত সদস্য গ্রেপ্তার

 আবদুর রহিম,নোয়াখালী প্রতিনিধিঃ সমকালনিউজ২৪

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও প্রাইভেট কারসহ আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাহিনীটি বলছে, গ্রেপ্তার ব্যাক্তিরা নোয়াখালীসহ বিভিন্ন জেলায় প্রাইভেট কারে ঘুরে ঘুরে ডাকাতি করতেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকালে জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। সোমবার রাতে জেলা শহরের চুল্লার চা দোকান এলাকা থেকে গ্রেপ্তার ওই চার ব্যক্তি হলেন, কুমিল্লার দেবিদ্বার থানার ধামতি গ্রামের মো. মানিক, চান্দিনা থানার বাতাঘাসি দক্ষিণ পাড়ার মো. ইসমাইল, দাউদকান্দির বেকিনগর গ্রামের রুবেল ও মারুকা গ্রামের মো. নাজমুল। তাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

পুলিশ জানায়, জেলা শহর মাইজদীর চুল্লার চা দোকান এলাকার নাহার ভবনের সামনে ডাকাতির প্রস্তুতিকালে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়।

পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত একটি পাইপ রেঞ্জ, একটি দেশীয় এলজি, একটি ছুরি, একটি রামদা, স্টিলের পাত, একটি বেনসন কালারের অ্যাক্সিও প্রাইভেট কার জব্দ করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় আমরা আগ্নেয়াস্ত্র, ডাকাতির সরঞ্জাম ও প্রাইভেট কারসহ চার ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।’

তিনি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন তারা বিভিন্ন জেলায় প্রাইভেট কার নিয়ে ঘুরে ঘুরে ডাকাতি করতেন। তাদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। গ্রেপ্তার চারজনকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
নোয়াখালী বিভাগের সর্বশেষ
নোয়াখালী বিভাগের আলোচিত
ওপরে