পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন লোকমান (২৫) নামের এক যুবক।
শনিবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার পাখিমারা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত লোকমান পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত লোকমান নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় স্ত্রীর সঙ্গে বসবাস করত।
লোকমান পাখিমারা বাজারে একটি টেইলার্স দোকান পরিচালনা করতেন। ব্যবসায়ি লোকমানের সঙ্গে প্রায়শই টাকা পয়সা নিয়ে স্ত্রীর ঝগড়াঝাঁটি হতো। স্ত্রী ট্রেনিংয়ের জন্য পটুয়াখালীতে গেলে সে নিজ ঘরে গলায় ফাঁস দেয়।