২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন ব্যবসায়ীকে ১ লাখ টাকা... সাপাহারে রহমতের বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায় ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর বরগুনায় হাজারের ওপর ডায়রিয়া আক্রান্ত, জায়গা নেই... বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি...

পত্নীতলায় আ’লীগ নেতাকে হ’ত্যা চেষ্টায় পরিকল্পিত হা’মলা!

 ইখতিয়ার উদ্দীন আজাদ,পত্নীতলা, সমকালনিউজ২৪

নওগাঁর পত্নীতলায় আ’লীগের প্রবীণ নেতা আব্দুল জলিল (৬০) কে পরিকল্পিত ভাবে হ’ত্যা চেষ্টায় হা’মলার শিকার হয়েছেন। শুক্রবার জুম্মা নামাজ শেষে মসজিদ থেকে তিনি নিজ বাসা উপজেলা সদর নজিপুর পৌর এলাকার সরদারপাড়া ফিরার পথিমধ্যে হা’মলার ঘটনাটি ঘটেছে। বর্তমানে তিনি উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, জমি সংক্রান্ত জেরে জেলার ধামইরহাট উপজেলার ৪নং উমার ইউনিয়নের গাংরা গ্রামের মৃ’ত আব্দুল আজিজ চৌধুরীর পুত্র মাজেদুর রহমান (৫৫) এ হ’ত্যা চেষ্টার পরিকল্পনাকারী।

হা’মলার শিকার ভুক্তভোগী ধামইরহাট উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও গাংরা ইসলামীয়া বহুমুখী আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৃ’ত ফজের আলীর পুত্র ক্বারী মোঃ আব্দুল জলিল (৬০) পত্নীতলা সরকারি হাসপাতালে ভর্তিরত অবস্থায় সমকালনিউজ২৪.কম প্রতিবেদক’কে জানান, নজিপুর আহলে হাদিস মসজিদ হতে নিজ বাসা ফিরার পথিমধ্যে পরিকল্পিত ভাবে মাজেদুর রহমানের উপস্থিতিতে দিক নির্দেশনায় অজ্ঞাত ৩ জন ভাড়াটে দু’র্বৃত্ত আমাকে লো’হার রড দিয়ে প্রথমে মাথায় আঘাতের চেষ্টা করলে তা হাত দিয়ে প্রতিহত করি। পরে দু’র্বৃত্তরা আমার পা, মাজাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় মসজিদের মুসল্লিরা ঘটনাটি দেখতে পেয়ে আহত অবস্থায় উ’দ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তিনি আরো জানান, বিবাদমান জমি সংক্রান্ত আদালতের রায় থাকার পরেও জেলার ধামইরহাট উপজেলার ৪নং উমার ইউনিয়নের গাংরা গ্রামের জমি একাধিকবার দ’খল চেষ্টা ও আমাকে হ’ত্যা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য যে, গত ঈদ উল ফিতরের পরের দিন আমার নজিপুরের বাসার সামনে মাজেদুর রহমান ৪/৫ জন অ’জ্ঞাত ব্যক্তিকে নিয়ে এসে আমার পরিবার ও আমাকে উদ্দেশ্য করে অসৎ পরিকল্পনা করেন। যাহা আমার প্রতিবেশিরা অবগত রয়েছেন।

ভুক্তভোগীর পুত্র সাজ্জাদ হোসেন জানান, এ হ’ত্যা চেষ্টার পরিকল্পনাকারী জেলার ধামইরহাট উপজেলার ৪নং উমার ইউনিয়নের গাংরা গ্রামের মৃ’ত আব্দুল আজিজ চৌধুরীর পুত্র মাজেদুর রহমান (৫৫) নামে থানায় মা’মলার প্রক্রিয়া চলছে।

পত্নীতলা থানা ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, ঘটনাটির অ;ভিযোগ পেয়েছি। থানার এক জন এসআই ঘটনাস্থল হতে হা;মলার ব্যবহৃত লো;হার রড আলামত হিসেবে জ’ব্দ করেন। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

 

‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
নওগাঁ বিভাগের সর্বশেষ
নওগাঁ বিভাগের আলোচিত
ওপরে