২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

পর্যটনশিল্প ও প্রথমবার বরগুনায় পর্যটন দিবস পালনের পরিকল্পনা

  সমকালনিউজ২৪

পর্যটনশিল্প ও প্রথমবার বরগুনায় পর্যটন দিবস পালনের পরিকল্পনা

আজকে আমার সময় হয়েছে, একটা ব্যাগ কোনরকম গুছিয়ে, নামকরা কোন স্পটে ধুপধাপ ঘুরে আসলাম।
কয়েকটা সেলফি তুললাম, হোটেলে ভাল কিছু খেলাম আর ফেসবুকে পোস্ট করলাম।
এটা পর্যটন নয়। আধুনিক ভাষায় তাকে বলে হ্যাং আউট।

পর্যটন হতে হবে পরিকল্পনামাফিক।
পর্যটন হতে হবে যেখানে যাব বা গেছি, সেখানের সম্পর্কে সুস্থির ধারণা রাখা, আরো জানার চেষ্টা করা।

আমরা অনেকেই সময় পেলে দূরে বা কাছে ঘুরতে যাই, বিন্দাস মজা করি। ছবি তুলে, হৈ-হুল্লোর করে সময়টা ইনজয় করি। ফুর্তি করতে করতে কোথায় গেলাম, জায়গাটা সম্পর্কে জানার চেষ্টাও করি না অনেক সময়।

কিন্তু আমরা পর্যটনের গুরুত্ব সম্পর্কে সচেতন থাকলে আমাদের ছোটখাটো ভ্রমণগুলো ফলপ্রসু হত।

কেন পর্যটন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান দরকার।
কিভাবে পর্যটনশিল্প দিয়ে একটা দেশ এগিয়ে যায়, যেতে পারে, তার অনেক দৃষ্টান্ত পৃথিবীতে আছে।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের দেশটা সত্যিই সোনার বাংলাদেশ হয়ে উঠত, যদি আমরা সচেতন হতাম।

বিশ্বের অনেক দেশের চেয়ে বেশি পর্যটন সম্ভাবনাময় স্পট আছে আমাদের।
কিন্তু আমরা সেগুলোর যত্ন নেই না। এমনকি আমরা অবগত নই, পর্যটনের গুরুত্ব সম্পর্কে।

আগামি ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস।
বিশ্বের কাছে বাংলাদেশের রূপ বৈচিত্র্য ও ঐতিহ্য প্রদর্শনে এই রকম দিবস গুলো, যথাযোগ্য মর্যাদায় পালন করা আমাদের অবশ্য কর্তব্য।
আসুন, আমরা সবাই মিলে বাংলাদেশের পর্যটনশিল্পকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে সচেষ্ট হই।

সবাই পর্যটন দিবসের কর্মসূচীতে অংশগ্রহন করে, দিনটিকে স্মরনীয় করে রাখবেন।

অনেক জেলাতে এই দিবস খুব একটা গুরুত্বের সাথে পালন হয় না।
অন্তত বরগুনাতে কখনো পালন হয়েছে বলে, মনে পড়ে না।

তবে এখন সরকার পর্যটন শিল্প নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়েছে।
তারই ধারাবাহিকতায় সারাদেশে পর্যটনকে সমৃদ্ধ করতে প্রশাসন খুব আন্তরিক ভূমিকা পালন করছে।
পাশাপাশি দরকার আমাদের জনগনের ইতিবাচক অংশগ্রহণ।

এবছর বরগুনায় “জল তরণী” নামের একটা নৌ-ভ্রমনযান কর্তৃপক্ষের আয়োজনে পর্যটন দিবস পালন করা হবে।
জেলা শিল্পকলার সামনে ২৭ সেপ্টেম্বর সকাল নয়টায় দিবসের প্রথম কর্মসূচীতে সবার অান্তরিক উপস্থিতি কামনা করছি।

আতিক রহমান

‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বরগুনা বিভাগের সর্বশেষ
বরগুনা বিভাগের আলোচিত
ওপরে