২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
বরগুনায় হাজারের ওপর ডায়রিয়া আক্রান্ত, জায়গা নেই... বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি... বৃষ্টির জন্য মোনাজাতে অঝোরে কাঁদলেন মুসল্লিরা বরগুনায় পুলিশের অভিযানে গাজাঁসহ গ্রেফতার-১ চাঁদপুরে ভূয়া কাবিননামা তৈরী, কাজী ও তার সহযোগী

পাইকগাছায় টানা ভারী বর্ষণে ইট ভাটা ও ফসলিরর ক্ষেতে লাখ লাখ টাকার ক্ষতি।

 ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।। সমকালনিউজ২৪

পাইকগাছায় ৪ দিনের টানা ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙ্গ্গে পড়েছে প্রত্যান্ত এলাকার
যোগাযোগ ব্যাবস্থা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইট ভাটায়। প্রত্যেকটি ইট ভাটায় কয়েক লাখ টাকার কাঁচা ইট নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছেন ভাটা মালিকরা। উল্লেখ্য , বৈরী আবহাওয়ার প্রভাবে গত সোমবার থেকে এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়। যা টানা ৪ দিন অব্যাহত থাকে। এর ফলে মৌসুমী ফসল সহ কৃষি ফসলের ক্ষতি হয়। অসংখ্য গাছ পালা ভেঙ্গে ও উপড়ে যায়। ২ দিন বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। রাস্তায় পানি ও কাঁদা জমে ভেঙ্গে পড়েছে গ্রামীন জনপদর যোগাযোগ ব্যবস্থা । টানা ৪ দিনের বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইট ভাটা গুলোতে। বেশিরভাগ ভাটায় পানি জমে নষ্ট হয়ে গেছে লাখ লাখ কাঁচা ইট। এসকেবি ব্কিরস্ এর মালিক সমীরণ সাধু জানান, টানা বর্ষণে ভাটার ৫ লাখ কাঁচা ইট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং এই নষ্ট ইট পরিষ্কার করার জন্য কয়েক’শ শ্রমিকের প্রয়োজন। সব মিলিয়েই টানা বর্ষণে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভাটা মালিক সমীরণ সাধু জানান। অপর দিকে গড়ইখালী ইউনিয়নের কয়েকশ হেক্টর জমির মৌসুমি ফসল। তরমুজ, শষা,কুমড়া,বাঙ্গি ঢেড়ষসহ বিভিন্ন রকমের মৌসুমি ফসল বৃষ্টিরর পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। কৃষক উজ্জল সানা জানান,অসময়ে বৃষ্টির কারনে আমারা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
খুলনা বিভাগের সর্বশেষ
খুলনা বিভাগের আলোচিত
ওপরে