১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ছাতক পৌরসভার উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫... চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে সেলসম্যান নিহত,পরিবারে... পীরগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মতলবে যাত্রীবাহী দুটি লঞ্চ থেকে ১২ শ কেজি জাটকা উদ্ধার আদমদীঘিতে বাবা-ছেলের পথরোধ করে মারপিটের অভিযোগ

পার্বতীপুর জামায়াতে ইসলামী বিশাল গণ মিছিল ও সমাবেশ

 রুকুনুজ্জামান,পার্বতীপুর প্রতিনিধিঃ সমকাল নিউজ ২৪

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী পার্বতীপুর উপজেলার উদ্যোগে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ৫ আগস্ট বিকাল ৩টা ৩০মিনিটে পার্বতীপুর কেদ্রীয় বাসটার্মিনাল এ মিছিল শুরু হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার , আমীর ইউসুফ আলী ও সেক্রেটারি আবু সায়েব নেতৃত্বে এ গণ মিছিলে অংশ নেন, হাজার হাজার নেতাকর্মী।গণ মিছিলটি পার্বতীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে শেষ হয়।

আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার কর্ম পরিষদের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন দিনাজপুর ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ি জামাতে ইসলামের আমির মাওলানা হাবিবুর রহমান, ফুলবাড়ি উপজেলা সেক্রেটারি মনজুরুল কাদের বাবু সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান।

সমাবেশে বক্তাগন বলেন- এদেশে বারবার সরকার পরিবর্তন হলেও বৈষম্যমুক্ত দেশ গঠন হয়নি। জনগণের ভোট নিয়ে রাজনৈতিকদলগুলো রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেও কোন দলই জনগণের অধিকার প্রতিষ্ঠান করেনি।

১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার খুন, গুম, রাহাজানির মাধ্যমে পুরো বাংলাদেশকে একটি কারাগারে পরিনত করেছিলো। বিনা ভোটে ক্ষমতা দখল করেছিলো।

একবছর আগে একটি স্বাধীন-সার্বভৌম রাস্ট্র কায়েমের লক্ষ্যে এদেশের আপামর ছাত্রজনতা ঝাপিয়ে পড়েছিলো। ক্ষমতালোভী ফ্যাসিস্ট সরকার সেসময় দুই হাজার ছাত্রজনতাকে শহীদ করে। আহত ও পঙ্গত্ব বরণ করে আরও হাজার হাজার ছাত্রজনতা। এখনো পর্যন্ত এ বর্বর হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হয়নি। তাই অবিলম্বে ফ্যাস্টিস্ট আওয়ামী সরকারের সন্ত্রাসী, খুনিদের বিচারের আওতায় আনতে হবে। জামায়াতের শীর্ষ নেতাদের বিচারের নামে ফাঁসি দিয়েছে। এমনকি জামায়াতকে নিষিদ্ধ করে জামায়াতের নিবন্ধন বাতিল ও দাঁড়ি পাল্লা প্রতীক কেড়ে নেয়া হয়।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ি পৌরসভার সভাপতি ফরহাদ হোসেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেক রহমান, মোঃ আবু সায়েম বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা সেক্রেটারি, পার্বতীপুর পৌর আমীর খন্দকার আশরাফুল আলম, পৌর সেক্রেটারি আশরাফুল, সাবেক পৌর আমির এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মো: ইউনুছ আলী, বাইতুল মাল সেক্রেটারী পার্বতীপুর উপজেলা শাখা মনোয়ারুল ইসলাম মুন্না, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সদস্য তাজকির হোসেন প্রমূখ্য।

সবশেষে বক্তারা বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে মহান আল্লাহপাক জামায়াতকে দলের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দিয়েছে। আগামীতে মহান আল্লাহপাকই জামায়াতে ইসলামীকে বিজয় এনে দেবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ার হোসেনকে দাঁড়ি পাল্লা প্রতীকে বিপুলভোটে বিজয়ী করতে হবে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
দিনাজপুর বিভাগের সর্বশেষ
দিনাজপুর বিভাগের আলোচিত
ওপরে