১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

পুকুর খননে মিললো বিষ্ণু মূর্তি

  সমকালনিউজ২৪

মেজবা উদ্দিন,আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুরে পুকুর খননের সময় প্রায় ১২ কেজি ওজনের একটি অর্ধ বৃত্তাকার কালো পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেল ০৩টায় উপজেলার গোপীনাথপুর ইউপির বারইল নয়াপাড়া গ্রামে পুকুর খননের সময় আচমকা মাটি কাটা শ্রমিক মুকুলের কোদালের চাপে মাটির চাপসহ মূর্তিটি উঠে আসে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে সেটি নিয়ে হইচই পড়ে যায় স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্লভ মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসেন। পড়ে মূর্তিটি জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি অফিসে জমা দেন।

মূর্তিটি দেশের অতি প্রাচীন নিদর্শন ও মহামূল্যবান। দুর্লভ এই মূর্তিটি কালো পাথরের বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম হাবিবুল হাসান জানান, একটি পুরাতন পুকুর খননের সময় একটি মূর্তি পাওয়া গেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় চেয়ারম্যান এবং গ্রাম পুলিশের সহযোগীতায় একটি কালো পাথরের অর্ধেক ভাঙ্গা মূর্তি উদ্ধার করা করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে