২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

প্রাথমিক শিক্ষকদের টাইমস্কেল নিয়ে অর্থ বিভাগের চিঠি

 অনলাইন ডেস্কঃ সমকালনিউজ২৪
প্রাথমিক শিক্ষকদের টাইমস্কেল নিয়ে অর্থ বিভাগের চিঠি

২০১৩ ও ১৪ সালে সরকারিকৃত প্রাথমিক শিক্ষকদের বেসরকারি আমলের চাকরিকাল গণনা করে টাইমস্কেল দেয়ার কারণ জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয়।

রোববার (২৪ ফেব্রুয়ারি) হিসাব মহা নিয়ন্ত্রকের কাছে কারণ জানতে চেয়ে অর্থ বিভাগ থেকে উপসচিব শরিফ মো. মাসুদ স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়।

এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সুত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে কোন কর্মচারীর আর্থিক সুবিধা তথা বেতন, সিলেকশন গ্রেড, টাইমস্কেল ইত্যাদি প্রাপ্যতার ক্ষেত্রে সার্ভিসেস এক্ট ১৯৭৫ এর অধীন জারীকৃত চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ প্রযোজ্য। অন্য কোন বিধিমালা প্রযোয্য নয়। তদপুরি জাতীয়করণকৃ্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকরির ইত্যাদি শর্তাদি নির্ধারণ) বিধিমালা-২০১৩ এর ৯ (১) বিধি অনুযায়ী নিয়োগ বিধির অধীনে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ জাতীয়করণকৃত শিক্ষকদের উপরে জেষ্ঠ্যতা পাবেন এবং ৯(৩) বিধি অনুযায়ী উপবিধি (১ ও ২) এর অধীন জেষ্ঠ্যতার ভিত্তিতে শিক্ষকগণ পদোন্নতি, সিলেকশন গ্রেড ও প্রযোজ্য টাইমস্কেল প্রাপ্য হবেন। এ ক্ষেত্রেও সরাসরি নিয়োগবিধির অধীনে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের টাইমস্কেল প্রাপ্ততার মেয়াদ পূর্ণ হওয়ার আগে (০৮/১২/১৫ বছর পূর্তির আগে) তদাপেক্ষা কনিষ্ঠ আত্মীকৃত শিক্ষকগণের টাইমস্কেল/সিলেকশন গ্রেড প্রাপ্তির কোনো সুযোগ না থাকা সত্বেও কোন কোনন হিসাবরক্ষণ অফিস জাতীয়করণকৃত শিক্ষকগণকে জাতীয়করণের পূর্ববর্তী চাকরিকালের ভিত্তিতে টাইমস্কেল প্রদান করছে মর্মে সুত্রোক্ত পত্রে উল্লেখ্য করা হয়েছে।’

এতে আরো বলা হয়, ‘কিসের ভিত্তিতে কোন কোন হিসাব অফিস থেকে কতজনকে উল্লিখিত সুবিধা প্রদান করা হয়েছে এবং এ জন্য কোনো মঞ্জুরি আদেশ জারি করা হয়েছে কিনা না তা জানোনোর জন্য নির্দেশক্রমে জনুরোধ করা হলো।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
শিক্ষা বিভাগের সর্বশেষ
ওপরে