১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খাবারের সন্ধানে সুন্দরবনের ২ হরিণ পাথরঘাটায় দুর্গাপুরে মুজিবনগর দিবস পালিত দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমান আদালত চাঁদপুরে ৫ কোটি টাকা নিয়ে নিখোঁজ পূবালী ব্যাংক শাখার... দুর্গাপুরে শেষ হলো দু‘দিন ব্যপি কৃষক মেলা

ফরিদপুরের আত্মসমর্পনকারী ২৫ জন চরমপন্থীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান বিতরন

  সমকালনিউজ২৪

বুলবুল, ফরিদপুর :

ফরিদপর জেলার ২৫ জন আত্মসমর্পনকারী চরমপন্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান বিতরন করা হয়েছে। আজ সদর উপজেলা অডিটরিয়ামে প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন (এম পি)।

আজ ৩০ এপ্রিল সকাল ১১ টায় সদর উপজেলা অডিটরিয়ামে ফরিদপুর পুলিশ প্রশাসন কতৃক আয়োজিত এক অনুষ্টানে ২৫ জন আত্মসমর্পনকারীর ২৫ জনের মাঝে ১২ লাখ পঞ্চাশ হাজার টাকা বিতরন করা হয়।

উল্লেখ্য গত ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনা জেলার শহীদ আমির উদ্দীন স্টেডিয়ামে স্বরাষ্ট্র মন্ত্রি আসাদুজ্জামান খান কামাল এর নিকট ওসব চরমপন্থি অস্ত্র জমাদিয়ে স্বাভাবিক জীবনে পিরে আসতে প্রতিজ্ঞাবদ্ধ হয়। সে সময় অস্ত্র ছেড়ে আলোকিত জীবনে ফিরে আসতে মাননীয় প্রধান মন্ত্রীর অনুদান হিসাবে প্রত্যেককে ১ লক্ষ টাকা প্রদান করা হয়। এদের মধ্যে ফরিদপুর জেলার ২৫ জন চরমপন্থিও ছিলো।

অনুদান বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার, পুলিশ সুপার জনাব আলিমুজ্জামান বিপিএম বার (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার জনাব জামাল পাশা, জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর এডি জনাব শফিকুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যডভোকেট সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামীলীগের সধারন সম্পাদক বরকত মন্ডল, ঝরনা হাসান, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল সদর উপজেলা চেয়ারম্যান আ: রাজ্জাক মোল্যা প্রমুখ।

এ সময় অতিথিবৃন্দ বলেন, দরদী প্রধানমন্ত্রীর অনুদান আপনাদের জন্য সুপথে ফিরে আসার স্বকৃতি। অন্ধকার থেকে আলোর পথে ফিরে এসে ঘৃনিত জীবন পরিহার করে সরকারের বিভিন্ন প্রশিক্ষনে অংশ নিয়ে কর্মময় জীবন গড়ে তুলুন। জীবন পাল্টান সরকারের দেয়া অর্থনৈতিক সক্ষমতা কাজে লাগান। এদিকে পুলিশ সুপার সতর্ক করে বলেন ২৫ জনের মধ্যে ২ জন এখনও নাশকতার কাজে লিপ্ত রয়েছে। এদের একজন জেলখানায় আর অন্যজন ২৬ এর মামলার আসমী হয়ে পালিয়ে বেড়াচ্ছে। এ ধরনের অপরাধ করলে অনেক খেসারত দিতে হবে। তাই অভ্যাস পরিত্যাগের আহবান করেন তিনি।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ফরিদপুর বিভাগের সর্বশেষ
ওপরে