২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহা পরিচালকের কৃষি অফিস পরিদর্শন; কর্মকর্তাদের সাথে... বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

ফাইনালে যেতে হলে যা করতে হবে বাংলাদেশকে

 খেলাধুলা ডেস্কঃ সমকালনিউজ২৪

এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। উল্টোদিকে টানা তিন ম্যাচ হেরে বসায় এক ম্যাচ বাকি থাকতে​ই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আরব আমিরাতের। ফাইনালে ভারতের প্রতিপক্ষ হওয়ার ত্রিমুখী লড়াইয়ে এখন বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফাইনালের টিকিট কাটার এই দৌড়ে তিন দলের সামনেই দরজা খোলা থাকায় জমে উঠেছে টুর্নামেন্ট।

ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে খুব বেশি কিছু করতে হবে না। শুধু আজকের ম্যাচে পাকিস্তানকে হারালেই হবে, তাহলেই সব হিসাবকে বুড়ো আঙুল দেখিয়ে ৬ মার্চের ফাইনালে ভারতের মুখোমুখি হবে মাশরাফিরা। তখন শুক্রবারে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচটি পরিণত হবে ‘ডেড রাবারে’। পরপর দুটি প্রায় ‘গুরুত্বহীন’ ম্যাচ দেখতে হবে সবাইকে।

কিন্তু আজ পাকিস্তানের কাছে হেরে বসলেই গুরুত্ব পেয়ে যাবে গ্রুপ পর্বের শেষের ম্যাচটিও। সেই ম্যাচে বাংলাদেশকে শ্রীলঙ্কার সমর্থক হয়ে প্রার্থনা করতে হবে তাদের জয়ের জন্য। শ্রীলঙ্কা জিতলেই হিসাবটা চলে আসবে তিন দলের নেট রান রেটে। রান রেটের হিসাব কষে নির্ধারিত হবে ফাইনালে কে হবে ভারতের প্রতিপক্ষ।

আর আজকের ম্যাচটি যদি পরিত্যক্ত হয় এবং শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচে শ্রীলঙ্কা জেতে তবে বাংলাদেশ চলে যাবে ফাইনালে। কিন্তু পাকিস্তান জিতলে আবারও রান রেটের হিসাব আসবে।

যদি কোনো কারণে আজ ও শুক্রবারের দুটি ম্যাচই পরিত্যক্ত হয়, তবে বাংলাদেশই খেলবে ফাইনাল।

তিন দলের নেট রান রেটে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। তাই এশিয়া কাপে বাংলাদেশের ফাইনাল হাতের নাগালেই। কিন্তু এত ‘যদি’ ও ‘কিন্তু’র ঝামেলা পোহানোর কী দরকার সাকিব-সাব্বিরদের! গত এপ্রিলের স্মৃতি ফিরিয়ে এনে আজকের ম্যাচটি জিতে গেলেই দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ।
সেই জয়ের​ অপেক্ষায় বাংলাদেশ।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
খেলাধুলা বিভাগের সর্বশেষ
ওপরে