দিনাজপুরের ফুলবাড়ীতে র্যালী ও আলোচনাসভার মধ্যদিয়ে বেসরকারী টিভি চ্যানেল আনন্দ টিভির ১ম বর্ষপূর্তি উদর্যাপন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ়্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা সভাকক্ষে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী।
পরে ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আনন্দ টিভি জেলা প্রতিনিধি হারুন-উর-রশীদ এর সভাপতিত্বে ও যায়যায়দিন প্রতিনিধি রজব আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মηুরুল কাদির,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব,উপজেলা প্রকৌশলী শাহিদুজ্জামান,উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক অধ্যাপক শেখ সাবির আলী,উপজেলা সমাজসেবা অফিসার আখতারুজ্জামান,সমবার অফিসার হাফিজুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক রুহুল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি প্রভাষক আবু শহীদ পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ,পৌর প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রতন,সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান উজ্জল,বিশিষ্ট ব্যবসায়ী মানিক মন্ডল,আবুল হাসান,উপজেলা প্রেসক্লাবের সদস্য কমল চন্দ্র, আল-হেলাল চৌধুরী প্রমুখ।