১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
পুঠিয়ায় ট্রাক-অটোরিকশা থামিয়ে চাঁদাবাজির সময় আটক ৩ সিংড়ায় চলনবিলে সরকারী খাল দখলমুক্ত হওয়ায় মাছ ধরলো শত শত... চাঁদপুরে লঞ্চ থেকে ১৬ কেজি গাজা সহ মাদক কারবারি আটক দুর্গাপুরে মাদক সেবনের দায়ে ৬ তরুণের জেল-জরিমানা পাইকগাছায় সরকারি জায়গায় পোল্ট্রি ফার্ম নির্মাণ, উপজেলা...

ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান নিজাম হাজারী এমপি

 ফেনী প্রতিনিধি, সমকালনিউজ২৪

ফেনীর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাচন গতকাল বুধবার (২৪ এপ্রিল) ব্যাংকের নিজস্ব ভবনে বিশেষ সাধারণ সভায় আগামী ৩ বছরের জন্য এ কমিটির ঘোষণা করা হয়।

প্রতিদ্ধন্ধী প্রার্থী না থাকায় সভায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে চেয়ারম্যান ও গিয়াস উদ্দিন বুলবুলকে ভাইস- চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সদর উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদ, নির্বচন কমিটির সদস্য ছিলেন নিয়হলা মার্মা ও রাজন চন্দ্র পাল।

এ উপলক্ষে বিশেষ সাধারণ সভায় ব্যাংকের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন আহম্মদ বুলবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউটের অধ্যক্ষ ও জেলা সমবায়ের উপ-নিবন্ধক শাহনেওয়াজ চৌধুরী, জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক ফাতেমা বেগম, ছাগলনাইয়া উপজেলা সমবায় অফিসার মনছুর আহমেদ, পরশুরাম উপজেলা সমবায় অফিসার মিলন কান্তি দাস, সোনাগাজী উপজেলা সমবায় অফিসার সিরাজুল হক।

ফেনী জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজাপুর ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী নিজাম উদ্দিন বাচ্চু, পূর্ব চন্দ্রপুর ইউসিএমপিএস এর সাধারণ সম্পাদক ফজলুল আলম শাহীন, ছাগলনাইয়া দক্ষিণ সতর পূর্ব কৃষি সমিতির সম্পাদক মির্জা আবুল কাশেম, দক্ষিণ চর মজলিশপুর কৃষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, দক্ষিণ চর মজলিশপুর কেএসএস এর সাধারণ সম্পাদক মাহবুবুল হক, বিষ্ণপুর কেএসএস এর সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন চৌধুরী, বগইড গভীর নলকুপ সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন, পশ্চিম পাঠাননগর দক্ষিণ কৃষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক কাজী কামাল উদ্দিন প্রমুখ।

বিশেষ সাধারণ সভায় বিপুল সংখ্যক সমবায় সমিতির প্রতিনিধি ও সমবায় বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ফেনী বিভাগের সর্বশেষ
ফেনী বিভাগের আলোচিত
ওপরে