২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহা পরিচালকের কৃষি অফিস পরিদর্শন; কর্মকর্তাদের সাথে... বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

ফের আন্দোলনে হাবিপ্রবির ৫৭ শিক্ষক

  সমকালনিউজ২৪

রবিবার কার্যক্রম শুরুর প্রথম দিনেই পুনরায় আন্দোলনে যাচ্ছে উত্তরবঙ্গের অন্যতম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য পদোন্নতি প্রাপ্ত ৫৭ জন সহকারি অধ্যাপক।

 

বেতন বৈষম্যের অবসান, ইক্রিমেন্টের সুবিধা বহাল এবং একজন নারী শিক্ষিকাসহ সহকর্মী লাঞ্ছনার ঘটনায় জড়িত রেজিষ্টার , প্রক্টর ও ছাত্র পরামর্শ বিভাগের পরিচালককে বহিষ্কারের দাবীতে ১৫ নভেম্বর থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতীকি অনশন কর্মসূচি পালন করছিল সদ্য পদোন্নতি প্রাপ্ত ৫৭ জন সহকারি অধ্যাপক পদ মর্যাদার শিক্ষক।

 

উদ্ভুত পরিবেশ সামাল দিতে না পেরে পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি পূনঃবিন্যাস করে গত ০৪-১২-২০১৮ খ্রীস্টাব্দ থেকে  ০৩-০১-২০১৯ খ্রীস্টাব্দ পর্যন্ত ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেয় হাবিপ্রবি প্রশাসন।

 

কিন্তু দাবী মেনে না নেয়ায় ও দু’জন আন্দোলনরত শিক্ষকের বরখাস্ত প্রত্যাহারের দাবীতে রবিবার সকাল ১১.৩০ থেকে ১২.৩০ পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে বলে জানান আন্দোলনকারীরা। দাবী না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানা যায়।

 

এদিকে আন্দোলনরত শিক্ষকদের সাথে একাতত্বা ঘোষণা করে একইদিনে দুপুর ১২ ঘটিকা থেকে অবস্থান কর্মসূচি পালন করবে প্রগতিশীল শিক্ষক ফোরাম।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
শিক্ষা বিভাগের সর্বশেষ
ওপরে