১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
কুয়াকাটায় ধরা পড়ল দুই কেজির ইলিশ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম বরগুনার বামনায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের... ৫৪ বছরের বঞ্চনার অবসান ঘটালেন ছাতকের ইউএনও তরিকুল

বক্তব্যের সময় আজানের ধ্বনি শুনে কী করলেন রাহুল গান্ধী?

 অনলাইন ডেস্ক: সমকাল নিউজ ২৪
বক্তব্যের সময় আজানের ধ্বনি শুনে কী করলেন রাহুল গান্ধী?

ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে আমেথিতে ভাষণ দিচ্ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এসময় পাশের কোনো মসজিদ থেকে ভেসে আসে আজানের ধ্বনি। সেই ধ্বনি শুনে ভাষণ থামিয়ে দেন রাহুল। আজান থামলে কয়েক মিনিট পর আবারো বক্তব্য শুরু করেন তিনি।

আমেথিতে বক্তব্য রাখার সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গত পাঁচ বছরে দেশে কোনো উন্নয়ন না করায় দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন।

রাহুল গান্ধি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক কথাই বলছেন, কিন্তু তিনি মানুষের কাছে যেসব প্রতিশ্রতি দিয়েছিলেন, সে সবের ব্যাপারে কিছু বলছেন না। তিনি কেন তার দেয়া প্রতিশ্রুতিগুলো গত পাঁচ বছরে পূরণ করেননি সে ব্যাপারে জনগণ জানতে চায়।

আর তিনি যদি জবাব না দেন, তাহলে গত পাঁচ বছরে এসব কিছু না করার কারণে তাকে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

কংগ্রেস সভাপতি বলেন, প্রধানমন্ত্রী আমেথি ও রায়ব্রেলিতে অনেকগুলো উন্নয়ন কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেন, চৌকিদারজি এ দুই জায়গায় অনেক কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মানুষ তার ওপর ভিত্তি করে স্বপ্ন দেখেছিল। কিন্তু মোদি সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন।

কংগ্রেস সভাপতিকে বলা হয়, অন্য সব মন্ত্রীকে ছেড়ে কেবল মোদিরই কেন এতো সমালোচনা করা হচ্ছে? এর জবাবে তিনি বলেন, গত পাঁচ বছর ধরে শুধু একজনই তো দেশ চালাচ্ছেন, তাই তার কাছেই আমরা এত প্রশ্নের জবাব চাইছি।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে