জিএম মিজান,বগুড়া :: বগুড়ার শাজাহানপুরে বিলের পাড়ে জনসম্মুখে টুকরো করা বাংলাদেশ ব্যাংকের বাতিল টাকা ফেলে রাখার ঘটনায় পৌরসভার ৩ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।
যাদেরকে শোকজ করা হয়েছে তারা হলেন- বগুড়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কনজারভেটিভ পরিদর্শক মামুনুর রশিদ, আমিনুল ইসলাম এবং বস্তি উন্নয়ন কর্মকর্তা রাখিউল আবেদীনকে।
বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান স্বাক্ষরিত শোকজের সন্তোষজনক জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাখিল করতে বলা হয়েছে।
বগুড়া পৌরসভার সচিব রেজাউল করিম বলেন, যে ট্রাক যোগে টাকার বস্তাগুলো নিয়ে যাওয়া হয় সেটি পৌরসভার নিজস্ব না। ব্যক্তি মালিকানাধীন ট্রাকসহ চালক ভাড়া নিয়েছিল পৌরসভা। ওই ট্রাকের ভাড়ার চুক্তি বুধবার বাতিল করা হয়েছে। ট্রাকের চালক পৌরসভার কর্মচারী না হওয়ায় তার বি’রুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি।
উলেখ্য, বাংলাদেশ ব্যাংকের বাতিল করা টাকা মেশিনে কুচি কুচি করে কেটে বর্জ্য হিসেবে ডাম্পিং করার জন্য বগুড়া পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। সেখানে টুকরো করা ২৪০ বস্তা টাকা ছিল। পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেগুলো নির্দিষ্ট ভাগাড়ে ডাম্পিং না করে ট্রাক চালকের উপর দায়িত্ব দেন।
ট্রাক চালক মাসুম সময় বাঁচাতে ডাম্পিং পয়েন্টে না গিয়ে তার বাড়ির কাছাকাছি শাজাহানপুর উপজেলার জালসুকা গ্রামের খাউরার বিলের পাড়ে জনসম্মুখে ফেলে দেয়।
‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’






























