২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন ব্যবসায়ীকে ১ লাখ টাকা... সাপাহারে রহমতের বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায় ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর বরগুনায় হাজারের ওপর ডায়রিয়া আক্রান্ত, জায়গা নেই... বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি...

বদলগাছীতে ১০বীর নিবাস উদ্বোধন

 বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ সমকালনিউজ২৪

‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় বদলগাছী উপজেলার ১০জন বীর মুক্তিযোদ্ধাকে আবাসন বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হোন এবং বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ‘বীর নিবাস’ হস্তান্তর উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে বদলগাছীর ১০ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে বীর নিবাস হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আলপনা ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সহ আর অনান্য ব্যক্তিবর্গ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী , বীর নিবাসের প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ১৪ লাখ ১০ হাজার টাকা। প্রতিটি বাড়িতে রয়েছে দুটি বেড রুম, দুটি বাথরুম ও রান্নাঘর।

বীর মুক্তিযোদ্ধারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ‘বীর নিবাস’ উপহার পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করতেছি,এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
নওগাঁ বিভাগের সর্বশেষ
নওগাঁ বিভাগের আলোচিত
ওপরে