২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহিলা লীগের নেত্রী লিমাসহ ১০ জন কারাগারে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের লাঞ্ছিতের ঘটনায়... এই সময়’-কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি : মির্জা ফখরুল পীরগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের নবীন বরণ অনুষ্ঠিত আমতলীতে দুই সন্তানের জনক দশম শ্রেনীর ছাত্রী নিয়ে উধাও

বরগুনায় আমতলীতে সড়ক দূর্ঘটনা এক নারী নিহত, আহত শিশু নারীসহ ৪ জন

 বরগুনা প্রতিনিধিঃ সমকাল নিউজ ২৪

বরগুনার আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে সুরভী পরিবহন নামের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস দূর্ঘটনায় রিমা আক্তার (৪১) নামে এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে শিশু নারীসহ ৪ জন। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৫ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের আমতলীর তুলার মিল নামক স্থানে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা নাইটকোর্চ সুরভি পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৩-২৩৪২) ঘন কুয়াশার কারনে দূর্ঘটনায় পতিত হয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়।

ওই দূর্ঘটনায় একই পরিবারের দুই শিশু আহত হয় ও শিশুদের মা রিমা আক্তার ঘটনাস্থলেই নিহত হয়। দূর্ঘটনায় অন্য আহতরা হলেন মা আকলিমা (৪৭) এবং মেয়ে সানজিদা (২৩)।

নিহত নারী রিমা আক্তারের বাড়ী যশোর জেলায়। তার স্বামী একটি গার্মেন্টসে চাকুরি করার সুবাদে ঢাকার সাভারে পরিবারসহ বসবাস করতো। নিহত নারী তাঁর স্বামী ও শিশুদেরকে নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে যাচ্ছিলেন।

নিহত নারী রিমার স্বামী মামুনুর রশিদ বলেন, দূর্ঘটনার সময় তারা সকলে ঘুমে ছিলেন। হঠাৎ ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেলে দেখেন বাসটি দূর্ঘটনার শিকার হয়েছে। দূর্ঘটনায় তাঁর স্ত্রী রিমা নিহত হলেও আড়াই বছরের ছেলে রাইয়ান এবং ৬ বছরের মেয়ে মালিহা মারাত্মকভাবে আহত হয়েছে। তিনি তার স্ত্রীর মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে আহত শিশুদের নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছেন।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ হানিফ মুঠোফোনে বলেন ভোররাতে কুয়াকাটাগামী সুরভী পরিবহন দূর্ঘটনার শিকার হয়। এতে ১ জন নিহত ও ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। এদের মধ্যে একজন নারীর মৃত্যু হয়েছে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বরগুনা বিভাগের সর্বশেষ
বরগুনা বিভাগের আলোচিত
ওপরে