১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ছাতক পৌরসভার উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫... চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে সেলসম্যান নিহত,পরিবারে... পীরগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মতলবে যাত্রীবাহী দুটি লঞ্চ থেকে ১২ শ কেজি জাটকা উদ্ধার আদমদীঘিতে বাবা-ছেলের পথরোধ করে মারপিটের অভিযোগ

বরগুনার কৃতি সন্তান জসিম উদ্দিন প্রশাসনিক ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগপ্রাপ্ত

 সোহরাব, বরগুনা প্রতিনিধিঃ সমকাল নিউজ ২৪

ঢাকা সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ও বরগুনার গর্ব মোঃ জসিম উদ্দিন প্রশাসনিক ট্রাইব্যুনাল, ঢাকায় রাষ্ট্রপক্ষের প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন। তার এই অর্জনে পরিবার, বন্ধু-বান্ধব ও আইনজীবী মহলে আনন্দের বন্যা বয়ে গেছে।

মোঃ জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে আইন পেশায় সক্রিয়ভাবে কাজ করে আসছেন। তার মেধা, পরিশ্রম ও দক্ষতার ফলস্বরূপ তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পেয়েছেন।

বরগুনার সন্তান হিসেবে তার এই সাফল্যে স্থানীয় বাসিন্দারা গর্বিত। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেছেন।

এ বিষয়ে মোঃ জসিম উদ্দিন বলেন, “আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আমার এই অর্জন বরগুনার মানুষের জন্য উৎসর্গ করছি। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করতে চাই।

তিনি আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় ও দেশের সেবা করতে পেরে তিনি গর্বিত। তার এই নিয়োগ ভবিষ্যতে তরুণ আইনজীবীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আইনজীবী মহল মনে করছে।

উল্লেখ্য, প্রশাসনিক ট্রাইব্যুনাল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনি প্রতিষ্ঠানগুলোর একটি, যেখানে সরকারি কর্মকর্তাদের প্রশাসনিক ও চাকরিবিষয়ক মামলাগুলো নিষ্পত্তি করা হয়। এখানে দক্ষ আইনজীবীদের মাধ্যমে আইনি সহায়তা প্রদান করা হয়, যা বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলে।

এদিকে, তার এই নিয়োগে বরগুনার বিভিন্ন মহল থেকে অভিনন্দনের জোয়ার বইছে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বরগুনা বিভাগের সর্বশেষ
বরগুনা বিভাগের আলোচিত
ওপরে