অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বরগুনার খাকদোন নদী ও ভাড়ানী খাল রক্ষা সহ ৫দফা দাবীতে মানববন্ধন করেছে বরগুনা পরিবেশ আন্দোলন। ২৭ জানুয়ারি সকাল ১০ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে বরগুনা পরিবেশ আন্দোলনের আহ্বায়ক সুখরঞ্জন শীলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, অন্বেষার নির্বাহী পরিচালক শামসুদ্দিন খান, জাগো নারী প্রধান নিবার্হী হোসনে আরা হাসি, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হাসানুর রহমান ঝন্টু, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, জেলা প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহেব উদ্দিন সাবু, নদী পরিব্রাজক দল ও সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন কর্মকার। সমাবেশ সঞ্চালনা করেন বরগুনা পরিবেশ আন্দোলনের সদস্য সচিব মুশফিক আরিফ। সহ বিভিন্ন সামাজিক সংগঠন এ কর্মসূচিতে অংশগ্রহণ করে।
বরগুনার খাকদোন নদী ও ভাড়ানী খাল রক্ষা সহ ৫দফা দাবীতে মানববন্ধন।
Warning: Use of undefined constant yes - assumed 'yes' (this will throw an Error in a future version of PHP) in /home/samakaln/public_html/wp-content/themes/samakalnews24/template-parts/content.php on line 37
 
	





























