৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন... কুয়াকাটায় ধরা পড়ল দুই কেজির ইলিশ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

বরগুনায় উৎসর্গ’র মাসব্যাপী ব্ল্যাড গ্রুপিং ক্যাম্পের উদ্বোধন

  সমকাল নিউজ ২৪

বরগুনা মাসব্যাপী বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ নভেম্বর) বেলা এগারোটায় বরগুনা সরকারি কলেজে এ কর্মসূচী পালিত হয়।

উৎসর্গ ফাউন্ডেশন বরগুনার উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে অনুষ্ঠানে বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান। উৎসর্গ বরগুনা জেলা শাখার সহসভাপতি সানজিদা ফেরদৌসই জনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসর্গ ফাউন্ডেশন বরগুনা শাখার সহ সভপতি আবদুল আলীম।

উৎসর্গ আয়োজিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপ-পরিচালক স্বাস্থ্য বিভাগ ডা. সোহরাব উদ্দীন খান, গাইনি বিশেষজ্ঞ ডা. আজমেরী বেগম, বরগুনা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান, উৎসর্গের উপদেষ্টা মো. হাসানুর রহমান, আইনজীবী জুনায়েদ জুয়েল।এ সময় উৎসর্গ ফাউন্ডেশন বরগুনা শাখার সভাপতি বিজন কান্তি বিদ্যুৎ ও উৎসর্গ জাতীয় সেচ্ছাসেবক সমন্বয়ক কমিটির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সাবুসহ বর্তমান কমিটির নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী ব্লাডগ্রুপ ক্যাম্পের উদ্বোধন করেন। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় তারা ফ্রি ব্লাডগ্রুপ ক্যাম্প পরিচালনা করবেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ
ওপরে