নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং অপপ্রচার বন্ধে মতিবিনিময় সভা করেছে বরগুনা জেলা মহিলা পরিষদ।
রবিবার সকাল দশটায় বরগুনা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ সভাটি করা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান মোনালিসা। সভাপতিত্ব করেন, বরগুনা জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম। আলোচনা করেন, বরগুনা জেনারেল হাসপাতালের সাবেক সহকারি পরিচালক ডা. আজমিরি বেগম, সামাজিক প্রতিরোধ কমিটির সভাপতি সুখরঞ্জন শীল, নারী নেত্রী খালেদা ইসলাম সুইটি ও বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল।































