বরগুনায় বেড়ে চলেছে নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার। শপিংমল থেকে শুরু করে কাঁচাবাজার, সবখানেই ব্যাপকহারে ব্যবহৃত হচ্ছে পলিথিন ব্যাগ। যার বিরূপ প্রভাব পড়ছে পরিবেশে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবেই বরগুনার শহর ও গ্রামাঞ্চলে অবাধে পলিথিন বাজারজাত হচ্ছে।
বরগুনার বিভিন্ন এলাকায় চোখে পড়বে নিষিদ্ধ পলিথিন ব্যাগের এমন রমরমা ব্যবহার। অসাধু কিছু ব্যবসায়ী লাভের আশায় নিষেধাজ্ঞা অমান্য করেই এসব পলিথিন বাজারজাত করছে। আর এর বিরূপ প্রভাব পড়ছে পরিবেশে।
পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহার না করতে ব্যবসায়িদের সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন বরগুনার ব্যবসায়ি নেতারা। অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার তাগিদও দিলেন তারা।
পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক।
স্থানীয়রা বলছেন, প্রশাসনের নিয়মিত নজরদারি আর কঠোর পদক্ষেপই পারে নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করতে।




 
	

























