২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন ব্যবসায়ীকে ১ লাখ টাকা... সাপাহারে রহমতের বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায় ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর বরগুনায় হাজারের ওপর ডায়রিয়া আক্রান্ত, জায়গা নেই... বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি...

বরগুনায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

  সমকালনিউজ২৪

মো:অসাদুজ্জামান,বরগুনা ::

বরগুনায় শিক্ষার গুনগতমান নিশ্চিতকল্পে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মুহম্মদ ইয়ামিন চৌধুরী। সভাপতিত্ব করেন, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। প্রবন্ধ পাঠ করেন বরগুনা সরকারি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক সালেহ আহম্মেদ শাহিন।

আলোচনা করেন, বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুস সালাম, পৌর মেয়র মো. শাহাদাত হোসেন, বরগুনা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম, সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ার, বেতাগীর ইউএনও রাজিবুল হাসান, পাথরঘাটার ইউএনও মো. হুমায়ুন কবির, আমতলীর ইউএনও মনিরা পারভীন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, বরগুনা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান মোনালিসা, বুড়িরচর এ এম জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী পারভীন, ইউটিডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম ও চরকলনী হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা হেনা।

পরে বিভাগীয় কমিশনার ডিকেপি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

 

‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বরগুনা বিভাগের সর্বশেষ
বরগুনা বিভাগের আলোচিত
ওপরে