
বরগুনা সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে রবিঃ ২০২৫-২৬ মৌসুমে বিভিন্ন ফসলের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি বৃহস্পতিবার (০৬ নভেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদফতর, বরগুনা সদর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইয়াছিন আরাফাত রানা, উপজেলা নির্বাহী অফিসার, বরগুনা সদর। বিশেষ অতিথি ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ সাবিহা রহমান। কর্মসূচিতে হাইব্রিড ও উফশী সবজি, গম, সরিষা, চিনাবাদামসহ অন্যান্য ফসলের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার গ্রামীন কৃষকের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রধান অতিথি মোঃ ইয়াছিন আরাফাত রানা বলেন, কৃষি উপকরণ সহজলভ্যতা ও সঠিক প্রযুক্তি প্রদান করলে ফলন বাড়বে এবং কৃষকের আয় বৃদ্ধি পাবে। সভাপতি সাবিহা রহমান বলেন, প্রয়োজনীয় বাইত ঔষধ ও সার সরবরাহ করে কৃষকদের সমর্থন অব্যাহত রাখা হবে এবং মাঠ পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে টেকসই উৎপাদন নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন এবং কৃষকদের মাঝে ফসল বাছাই ও সচেতনতা বিষয়ে সংক্ষিপ্ত পরামর্শ দেয়া হয়। বিতরণপ্রাপ্ত কৃষকরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং উচ্চ ফলনের প্রত্যাশা প্রকাশ করেন।































