
বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি বাজারে বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা লিফলেট বিতরণ করেছেন।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা মিশন বাস্তবায়নের ধারাবাহিকতায় বুধবার (৫ নভেম্বর) সকাল দশটায় বরগুনা সদর উপজেলার ঐতিহ্যবাহী ফুলঝুড়ি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা।
এ সময় তিনি জনগণের দোরগোড়ায় বিএনপির উন্নয়নের বার্তা পৌঁছে দেন এবং আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
লিফলেট বিতরণ কার্যক্রমে জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, সাবেক সহ-সভাপতি এ জেড এম সালে ফারুক, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান রাজা সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম মোল্লা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা মিশন বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। জনগণ এবার পরিবর্তন চায়। তিনি বলেন দলমত নির্বিশেষে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান।































