২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

বরগুনা-১ সহ যেসব আসনে দুজনকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ

  সমকালনিউজ২৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীতদের চিঠি দিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এবারের নির্বাচনে জাহাঙ্গীর কবির নানক, এমপি বদিসহ বাদ পড়েছেন নৌকার কিছু হেভিওয়েট প্রার্থী। তবে চারটি আসনে চিঠি দেওয়া হয়েছে দুজন করে। রোববার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেয়া হয়।

যেসব আসনগুলোতে দুজনকে চিঠি দেয়া হয়েছে-

হবিগঞ্জ-৪: এ আসনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনের সঙ্গে চিঠি দেয়া হয়েছে মো. মাহবুব আলীকে।

লক্ষীপুর-৩: এই আসনেও দুইজনকে মনোনীত করা হয়েছে। তারা হলেন, মো. গোলাম ফারুক ও একেএম শাহজাহান কামাল।

পটুয়াখালী-২: শামসুল হক রেজা ও শাহজাহান মিয়াকে পটুয়াখালী-২ আসনের জন্য মনোনীত করে চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ।

পটুয়াখালী-৩: এস এম শাহজাদা ও খ ম জাহাঙ্গীরকে পটুয়াখালী-৩ আসনের জন্য মনোনীত করে চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ।

বরগুনা-১: ধী‌রেন্দ্রনাথ শম্ভু ও জাহা‌ঙ্গীর ক‌বিরকে বরগুনা ১ আসনের জন্য মনোনীত করে চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ।

জামালপুর-১: এ আসনে দুইজনকে মনোনীত করা হয়েছে। তারা হলেন, আবুল কালাম আজাদ ও নুর মোহম্মদ ।

কিশোরগঞ্জ-১: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়াও কিশোরগঞ্জ-১ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রনেতা মশিউর রহমান হুমায়ূন।

ঢাকা-৫: এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যৌথভাবে হারুনর রশিদ মুন্না ও হাবিবুর রহমান মোল্লা।

চাঁদপুর-১ (কচুয়া): এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এবং সাবেক সচিব ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. গোলাম হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটি টেকনিক্যাল কারণে করা হয়েছে। সময় ও পরিস্থিতি বিবেচনায় প্রার্থী বদলাতেও হতে পারে। অন্য প্রার্থী বেশি শক্তিশালী হলে দলের প্রার্থী বিবেচনা করা হবে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
রাজনীতি বিভাগের সর্বশেষ
ওপরে