২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহা পরিচালকের কৃষি অফিস পরিদর্শন; কর্মকর্তাদের সাথে... বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

বাংলাদেশের স্টেডিয়ামে দর্শকশূন্যতা, এ কি হুঁশিয়ারি বার্তা

  সমকালনিউজ২৪

দেশের মাঠে দুই একটি ম্যাচ বাদে ধারাবাহিকভাবেই ভালো পারফরম্যান্স করে যাচ্ছে টাইগাররা। জিম্বাবুয়ে সিরিজে কিছুটা হোঁচট খেলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মাত্র আড়াই দিনে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর দিনে দর্শক ছিল পাঁচ হাজারের মতো। টেস্টে বাংলাদেশ উন্নতি করলেও দর্শকশূন্যতা কাটছেই না।

 

লম্বা পরিসরের টেস্ট বাংলাদেশে ততোটা জনপ্রিয় না হলেও ইংলিশ কিংবা অস্ট্রেলিয়ান দর্শকদের কাছে টেস্টের মর্যাদাই আলাদা। ক্রিকেটের আসল মজাই নাকি টেস্টে পাওয়া যায় এমনটাই মনে করেন সে দেশের দর্শকরা। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচের সময় দর্শক ফাঁকা গ্যালারী খুব একটা দেখা যায় না। কিন্তু বাংলাদেশে এর চিত্র পুরোটাই আলাদা। দেশের মাঠে টেস্ট ক্রিকেটে গ্যালারী অর্ধেকও ভরে না। দর্শক খরা কাটাতে প্রায় সময় স্কুল কলেজের শিক্ষার্থীদের বিনামূল্যে খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়। কিন্তু গেল টেস্টে শিক্ষার্থীদের এমন সুযোগ না দেওয়ায় ম্যাচের তিনদিন গ্যালারী ছিল প্রায় জনমানব শূন্য।

 

টেস্টে দর্শকদের অনীহার মুল কারণ দলের টেস্ট পারফরম্যান্স। ওয়ানডেতে বাংলাদেশ এশিয়ার অন্যতম পরাশক্তি হয়ে উঠলেও টেস্টে পারফরম্যান্স এখনো আশানুরূপ নয়। সেই সঙ্গে পাঁচ দিন একটানা খেলা দেখা যেকোনো দর্শকের জন্য কষ্টসাধ্য ব্যাপার। টেস্টে দর্শক খরা নিয়ে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান জানান, ‘এমসিসির ক্রিকেট কমিটির সদস্য হিসেবে ভালো নিবন্ধন রয়েছে। টেস্টে দর্শক না হওয়ার মুল কারণ প্রচার। একটা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের যে প্রচার-প্রচারণা হয়, টেস্ট ক্রিকেট নিয়ে তার এক–চতুর্থাংশও হয় না। দর্শক আনার জন্য চাই প্রচারণা। শুধু দেশের নয় অন্য দেশেও কম বেশি প্রচারণা হয় টেস্ট সিরিজ নিয়ে। ভারতেও টেস্ট গ্যালারী পূর্ণ হয় না। আমার মনে হয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এটা নিয়ে কাজ করতে পারে। টেস্ট জনপ্রিয় করতে এখন অনেক রকমের চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি, এই ব্যাপারে আমাদের অনেক বেশি প্রচার-প্রচারণা করা দরকার।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
খেলাধুলা বিভাগের সর্বশেষ
ওপরে