তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভাঙন কবলিত ইউনিয়নবাসী।
মঙ্গলবার বেলা ১২টায় ইউনিয়নের নিমদি গ্রাম থেকে ধানদী গ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন ভাঙন কবলিত এলাকার প্রায় দুই সহস্রাধিক মানুষ। তেঁতুলিয়া নদী পাড়ের ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার কৃষক, শ্রমিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাজিরপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও বাউফল প্রেসক্লাবের আহ্বায়ক হারুন অর রশিদ, নদী ভাঙন রোধ কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন প্রমুখ।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে উপজেলার অতি গুরুত্বপূর্ণ এ ইউনিয়নকে নদী ভাঙন থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
উল্লেখ্য, নদীর অব্যাহত ভাঙনে নাজিরপুর ইউনিয়নের নিমদি, তাতেরকাঠী, ধানদীসহ পাঁচটি গ্রাম প্রমত্তা তেঁতুলিয়া নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় এক হাজারেরও বেশি পরিবার তাদের সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। সর্বস্ব হারানো ওই পরিবারগুলো বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন।




 
	


























