১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খাবারের সন্ধানে সুন্দরবনের ২ হরিণ পাথরঘাটায় দুর্গাপুরে মুজিবনগর দিবস পালিত দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমান আদালত চাঁদপুরে ৫ কোটি টাকা নিয়ে নিখোঁজ পূবালী ব্যাংক শাখার... দুর্গাপুরে শেষ হলো দু‘দিন ব্যপি কৃষক মেলা

বাগমারায় পোলিং এজেন্টের নির্বাচনী প্রশিক্ষন শুরু

  সমকালনিউজ২৪

বাগমারা প্রতিনিধি: বাগমারায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কাজে জড়িত পোলিং এজেন্টেদের দিনব্যাপি প্রশিক্ষন গতকাল বুধবার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শুরু হয়েছে। উপাজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, বাগমারায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ১০৬ টি কেন্দ্র ভোট অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্র প্রায় ১৪শ পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন। গতকাল এসব পোলিং এজেন্টদের দুই শিফটে প্রশিক্ষন প্রদান করা হয়। এসব পোলিং এজেন্টদের প্রশিক্ষনের জন্য টিএ/ডিএ বাবদ চারশ টাকা সম্মানী ভাতা প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার এই ভেন্যুতে আটশ পঞ্চশ জন প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসারদের প্রতিক্ষন প্রদান করা হবে। এসব কর্মকর্তারাও টিএ/ডিএ বাবদ পাঁচশ টাকা সম্মানী ভাতা পাবেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, এসব পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার ও সহকারি প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষনের জন্য রাজশাহী অঞ্চলের অতিরিক্ত অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ওয়ালী উল্লাহ সহ ১১ জন প্রশিক্ষক অংশ গ্রহন করেছেন। আজ বৃহস্পতিবার প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শনের জন্য রাজশাহীর জেলা প্রশাসক মহোদয় এসএম আব্দুল কাদের বাগমারা আসবেন বলে সম্মতি জানিয়েছেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
রাজশাহী বিভাগ বিভাগের সর্বশেষ
রাজশাহী বিভাগ বিভাগের আলোচিত
ওপরে