১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

বাগমারায় প্রাথমিকের কৃতি শিক্ষার্থীদের মাঝে জরিনা খাতুন স্মৃতি স্কলারশীপ প্রদান

  সমকালনিউজ২৪

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের কোনাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৩জন কৃতি শিক্ষার্থীদের মাঝে গতকাল শনিবার বেলা এগারোটায় বৃত্তি প্রদান করা হয়েছে। জরিনা খাতুন স্মৃতি কল্যাণ ট্রাস্টের সহায়তায় ‘জরিনা খাতুন স্মৃতি স্কালারশীপ’-২০১৯ইং উপলক্ষে বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক ইকবাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্কলারশীপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও পুরস্কার তুলে দেন হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান ও কোনাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কোনাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কছির উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন, আয়ুব আলী, এরশাদ আলী, আলোকনগর মহিলা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রাশেদুল হক ফিরোজ, শিক্ষক সাইদুর রহমান, রহিদুল ইসলাম, অভিভাবক সদস্য সাবেক সেনা সদস্য আব্দুল মালেক প্রমূখ। সহকারী শিক্ষক মাহাবুবুল আলম এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোনাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুর রশিদ, সদস্য সাইফুল ইসলাম, শিক্ষক নুরুদ্দিন জাহাঙ্গীর বাচ্চু, সালেহা আকতার বানু, ইলমা খাতুন, সেলিনা আকতার, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য, হামিরকুৎসা ইউনিয়নের তালঘড়িয়া গ্রামের ডঃ মোঃ জালাল উদ্দিন সরদার (প্রফেসর, এনিমেল হাজবেন্ড্রী এন্ড ভেটেরিনারী সায়েন্স বিভাগ, রাবি) এবং ডঃ সাবরিনা আনাম (উপজেলা শিক্ষা অফিসার, বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, রাজশাহী) মহোদয় বৃন্দের মহতি উদ্যোগে পরিচালিত ‘জরিনা খাতুন স্মৃতি কল্যাণ ট্রাস্টে’র মাধ্যমে ‘জরিনা খাতুন স্মৃতি স্কলারশীপ’ প্রদান করা হয়। গত বার্ষিক পরীক্ষা-২০১৮খ্রিঃ এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৮খ্রিঃ এর ফলাফলের ভিত্তিতে ৩৩জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়। ২০১২ খ্রিঃ হতে প্রফেসর ডঃ মোঃ জালাল উদ্দিন সরদার এর প্রয়াত মা’এর স্মৃতি স্বরুপ প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি প্রদান করা হচ্ছে।#
ভবানীগঞ্জ কলেজে বিদায় ও বরণ অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার, বাগমারা: ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থীদের বিদায় বরণ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল শনিবার সকালে ভূগোল ও পরিবেশ বিভাগ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিভাগের সিনিয়র শিক্ষক ওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ হাতেম আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোকলেছুর রহমান, জীব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আবু হেনা ও রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক আসতানুর রহমান। ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক আবুল কালাম আজাদ সুইট, অঞ্জলী রায় ও ইয়াছিন আলী প্রমূখ।

 

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
রাজশাহী বিভাগ বিভাগের সর্বশেষ
রাজশাহী বিভাগ বিভাগের আলোচিত
ওপরে