মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও ::
বাদাম ভেবে এবং বাদামের মত স্বাদে জঙ্গলি ফল খেয়ে অসুস্থ অবস্থায় ১৮ জন শিশু ও যুবক ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অসুস্থদের পরিবারের লোকজনের ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকালে নিশ্চিন্তপুর মাঠে খেলছিল একদল যুবক ও শিশু। এ সময় কয়েকজন রাস্তার পাশের একটি গাছের ওই ফল মুখে দিয়ে বাদামের স্বাদ পায়। পরে, বাকিরাও সেই ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
তারা আরও জানায়, ফল খাওয়ার ১ ঘণ্টার মধ্যে বমি ও পেট ব্যথা শুরু হয়। শনিবার রাতে অভিভাবকরা তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের মেডিকেল সহকারী অনুপ কুমার রায় জানান, শিশুরা যে জঙ্গলি ফলটি খেয়েছে ফলটি হচ্ছে টক্সিন বা বাদাম জাতীয় ফল। ওই ফল খেয়ে তাদের ভেতরে বিষক্রিয়া শুরু হয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। এ সময় অনেকে রক্ত বমিও করে।
তিনি আরও জানান, যথাযথ চিকিৎসার পর সবাই সুস্থ হচ্ছেন বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়।
‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’




 
	

























