১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খাবারের সন্ধানে সুন্দরবনের ২ হরিণ পাথরঘাটায় দুর্গাপুরে মুজিবনগর দিবস পালিত দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমান আদালত চাঁদপুরে ৫ কোটি টাকা নিয়ে নিখোঁজ পূবালী ব্যাংক শাখার... দুর্গাপুরে শেষ হলো দু‘দিন ব্যপি কৃষক মেলা

বানারীপাড়ায় ন্যাশনাল সার্ভিস কর্মীদের মেয়াদ বৃদ্ধি ও স্থায়ী করণের দাবীতে মানববন্ধন।

 মো. সুজন মোল্লা,বানারীপাড়া প্রতিনিধি। সমকালনিউজ২৪

বানারীপাড়ায় ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকুরীর মেয়াদ বৃদ্ধি ও স্থায়ী করণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ২টা পর্যন্ত একটানা ৫ ঘন্টা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রেসক্লাবের সম্মুখে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রায় ৮ শত ন্যাশনাল সার্ভিস কর্মীরা। এদের মধ্যে নারী কর্মীরাই ছিলো উল্লেখযোগ্য।

এ সময় তারা ২০১৬ থেকে ১৮ সালের মে মাসে শেষ হওয়া চতুর্থ পর্ব’র ন্যাশনাল সার্ভিসের অস্থায়ী ভিত্তিতে চাকুরী প্রদানের মাধ্যমে বানারীপাড়া উপজেলার ৮৪৮জন দরিদ্র পরিবারের সদস্যের আর্থিক সহায়তা করায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চতুর্থ পর্বের ন্যাশনাল সার্ভিসের মেয়াদ বৃদ্ধি অথবা স্থায়ী করণের দাবীতে অনুষ্ঠিত ৫ ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে তারা তাদের মেয়াদে (২ বছরে) সংসারে কিছুটা হলেও হাসি ফুটাতে পেরেছিলেন। মেয়াদ শেষে অনেকেই স্থায়ীভাবে বেকার হয়ে পড়ায় তারা সরকারের কাছে জোর দাবী জানাচ্ছেন তাদের মেয়াদ বৃদ্ধি বা স্থায়ী করণের। বক্তবে তারা আরও বলেন তাদের এ দাবী কোন আন্দোলন নয়,একজন মমতাময়ী মায়ের কাছে সন্তানদের আবদার মাত্র।

মানববন্ধনে মায়ের কাছে আবদার জানিয়ে কথা বলেন, ন্যাশনাল সার্ভিস কর্মী সুমন দেবনাথ,সজল চৌধুরী,জাকির হোসেন,ইলিয়াস শেখ মোঘল সুমন শাফকাত,মো. আলমগীর শেখ,জেসমিন আক্তার সেতু,নাসরিন পারভীন মুনা,রত্না ঘরামী,পলি সাহা,ফাতেমা বেগম,মিজানুর রহমান,মো.সুমন মনতোষ প্রমূখ।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বরিশাল বিভাগের সর্বশেষ
বরিশাল বিভাগের আলোচিত
ওপরে