২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহা পরিচালকের কৃষি অফিস পরিদর্শন; কর্মকর্তাদের সাথে... বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

বানারীপাড়ায় সন্ধ্যা নদীর তীরে আওয়ামী লীগ নেতার গড়ে তোলা অবৈধ মার্কেট উচ্ছেদ

 রাহাদ সুমন,বানারীপাড়া প্রতিনিধি॥ সমকালনিউজ২৪

অবশেষে বরিশালের বানারীপাড়ায় পৌর শহরের ফেরীঘাটে সন্ধ্যা নদীর তীর দখল করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার গড়ে তোলা অবৈধ মার্কেট উচ্ছেদ করা হয়েছে।

৬ নভেম্বর শনিবার বেলা ১২টায় শুরু হয়ে দিনভর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা ও সহকারি কমিশনার (ভূমি) সানজিদা রিক্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ এ মার্কেট ভেঙ্গে ফেলা হয়।

এ সময় বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জাফর আহম্মেদ উপস্থিত ছিলেন।

জানা গেছে,২০১২ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের বন্দর বাজারের ফেরীঘাটে চান্দিনা ভিটার জন্য বিভিন্ন দাগে ৫ নামে আড়াই শতক খাস সম্পত্তি একসনা লিজ নেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি বিভিন্ন দাগে ( ৫ দাগ) না গিয়ে লিজের কিছু অংশসহ সন্ধ্যা নদীর তীরের প্রায় ৭/৮ শতক সম্পত্তি অবৈধ ভাবে দখল করে ২০১৫ সালে একটি ৪ কক্ষ বিশিষ্ট সেমি পাকা মার্কেট নির্মাণ করে সিকদার রড-সিমেন্ট,মদিনা সিরামিকস ও দুটি রেষ্টুরেন্টের জন্য ৪ জন ব্যবসায়ীর কাছে ভাড়া দেন।

এরমধ্যে মো. ইউসুফের মদিনা সিরামিকস,মনির হোসেন ও রফিকুল ইসলামের দুটি রেষ্টুরেন্ট সম্পূর্ণ এবং সিকদার রড-সিমেন্টের একাংশ উচ্ছেদ করা হয়েছে।

প্রসঙ্গত ২০১৭ সালে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর ও ১ নম্বর ওয়ার্ডের খেজুরবাড়ি আবাসন পর্যন্ত শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়।

স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম বানারীপাড়ার ধান-চালসহ ব্যবসা-বানিজ্যের অতীত হৃদ গৌরব ফিরিয়ে আনতে সন্ধ্যা নদীর তীরে গড়ে তোলা এ শহর রক্ষা বাঁধের বন্দর বাজারের দক্ষিণপাড় ফেরীঘাট ও উত্তরপাড় লঞ্চঘাট এলাকায় সন্ধ্যা নদীর শাখা নদীতে একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার নদীর তীরে গড়ে তোলা ওই মার্কেটের কারনে ব্রিজ নির্মাণ কাজ বিঘ্নিত হচ্ছিল। সম্প্রতি ওই স্থানে ব্রিজ নির্মাণ কাজ শুরু হওয়ায় এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন, সন্ধ্যা নদীর তীর দখল করে গড়ে তোলা অবৈধ মার্কেট নির্মাণ করায় উচ্ছেদ অভিযানের মাধ্যমে তা অপসারণ করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বলেন, উপজেলা ভূমি অফিস তার লিজ নেওয়া সম্পত্তি ওই স্থানে দেখিয়ে দেওয়ায় তিনি পাকা দোকানঘর নির্মাণ করেছিলেন। তবে উন্নয়ন ও জনস্বার্থে তার মার্কেট ভেঙ্গে ফেলাকে তিনি সদগায়েজারিয়া বলে মনে করেন। গত কয়েকমাস পূর্বে দলীয় কার্যালয়ে ব্রিজ নির্মাণ সংক্রান্ত এক সভায় তিনি একথা বলেছিলেন।

এদিকে পৌর শহরের দক্ষিণ পাড়ের বন্দর বাজার ও উত্তরপাড় বাজারের মেলবন্ধন এবং ব্যবসা-বানিজ্যের প্রসারে অতিগুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তায় উপজেলা প্রশাসনের এ উচ্ছেদ অভিযানকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বরিশাল বিভাগের সর্বশেষ
বরিশাল বিভাগের আলোচিত
ওপরে