১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

বিপিএলে জমে উঠেছে শেষ চারে ওঠার লড়াই

  সমকালনিউজ২৪
জমে উঠেছে শেষ চারে ওঠার লড়াই

কারা যাচ্ছে চলতি বিপিএলের শেষ চারে ? এই প্রতিযোগিতা থেকে একমাত্র ছিটকে যাওয়া দল খুলনা টাইটানস। বাকি ছয় দলেরই কম-বেশি সুযোগ রয়েছে। প্রতিটি দলের অন্তত আটটি করে ম্যাচ শেষ হওয়ার পরও শেষ চারের তালিকা এখনো পরিস্কার নয়। এককথায় বিপিএলের ৩৩তম ম্যাচ শেষে প্লে-অফে উঠার লড়াই বেশ জমজমাট হয়ে উঠেছে।

 

আসরে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে ঢাকায় তৃতীয় পর্ব শেষে নিজেদের শহরে পা রাখে চিটাগং ভাইকিংস। কিন্তু নিজেদের মাঠে গিয়েই হোঁচট খেল দলটি। ঢাকায় সাত ম্যাচের ছয়টিতেই জয় পাওয়া ভাইকিংস চট্টগ্রামে এখনো জয়ের মুখ দেখেনি। পরপর দুই ম্যাচ খেলে দুটিতেই পরাজয়ের সঙ্গী হয়েছে চিটাগং ভাইকিংস। তবুও সবমিলিয়ে ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে এখনো সবার উপরে আছে মুশফিকুর রহিমের দল। তাদের হাতে বাকি আর তিনটি ম্যাচ। তিনটির একটি জয় পেলেই মোটামুটি প্লে-অফ নিশ্চিত হবে ভাইকিংসের। আবার তিনটিতেই হারলে বাদ পড়ার শঙ্কাও আছে তাদের সামনে।

 

চিটাগং থেকে এক ম্যাচ কম খেলা ঢাকা ডায়নামাইটস পাঁচ জয় নিয়ে টেবিলে দুই নম্বরে আছে। নেট রানরেটেও বেশ ভালো অবস্থানে আছে দলটি। বাকি চার ম্যাচের দুটিতে জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে সাকিব আল হাসানদের। তবে একটিতে জিতেও যাওয়ার সম্ভবনা আছে দলটির সামনে। যদিও সেই সম্ভাবনা ক্ষীণ।

 

৯ ম্যাচে সমান পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রংপুর রাইডার্স। প্লে-অফে উঠতে তাদের সমীকরণটাও অনেকটা ঢাকা ডায়নামাইটসের মতো। সমান সংখ্যক জয়-পরাজয় নিয়ে চার নম্বরে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ চারের জন্য চারটি পয়েন্ট দরকার তাদের। তবে তাদের হাতে রংপুর থেকে একটি ম্যাচ বেশি খেলার সুযোগ রয়েছে। একই রকম সুযোগ রাজশাহী কিংসের সামনেও।

 

১০ ম্যাচে সমান জয়-পরাজয় নিয়ে টেবিলের ছয় নম্বরে তাদের অবস্থান। অর্থাৎ এই পাঁচ দলের সামনে সেরা চারে উঠার সমান সুযোগ আছে। অপরদিকে শেষ ম্যাচে জয়ে আশা বাঁচিয়ে রাখল সিলেট সিক্সার্স। ১০ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে তাদের অবস্থান। প্লে-অফে উঠতে হলে বাকি দুই ম্যাচে অবশ্যই জিততে হবে সিক্সার্সদের। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর জয়-পরাজয়ের দিকে। সব হিসেব চুকিয়ে শেষ পর্যন্ত প্লে-অফে পা রাখছে কোন চার দল সেটাই দেখার অপেক্ষা।

 

এক নজরে সর্বশেষ পয়েন্ট টেবিল:

 

দল ম্যাচ জয় পয়েন্ট নেট রান রেট
চিটাগং ভাইকিংস ৯ ৬ ১২ -১৭৩
ঢাকা ডায়নামাইটস ৮ ৫ ১০ ১.৩৬১
রংপুর রাইডার্স ৯ ৫ ১০ ০.৬৫৮
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ ৫ ১০ -০.০৩৭
রাজশাহী কিংস ১০ ৫ ১০ -০.৬২৭
সিলেট সিক্সার্স ৮ ৪ ৮ ০.০২৭
খুলনা টাইটান্স ১০ ২ ৪ -০.৮৭৯

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
খেলাধুলা বিভাগের সর্বশেষ
ওপরে