৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন... কুয়াকাটায় ধরা পড়ল দুই কেজির ইলিশ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

বিরামপুরে বৃষ্টিতে ইট ভাটায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি

 মোঃ সামিউল আলম, বিরামপুর, দিনাজপুর। সমকাল নিউজ ২৪

বসন্তের রোদেলা আকাশে হঠাৎ দেখা দেয় মেঘের ঘনঘটা। এরপর অঝর ধারায় শুরু হয় বর্ষণ। এক দিনের প্রবল বৃষ্টিতে দিনাজপুরের বিরামপুরে ইট ভাটাগুলোর ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। গত বুধবার সকালে প্রবল বেগে শুরু হয় বর্ষণ। সারাদিন থেমে থেমে চলে বৃষ্টি। এমনকি দিনের শেষেও সারা রাত ধরেই বিরতিহীন ভাবে চলতে থাকে বৃষ্টি। বৃষ্টির কারণে উপজেলার ইট ভাটা মালিকদের মাথায় হাত পড়েছে।

উপজেলার প্রতিটি ইট ভাটায় চলছে ইট কাটার ধুম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে লক্ষ লক্ষ তৈরীকৃত কাঁচা ইট। এতে সব মিলিয়ে ইটভাটা মালিকেরা প্রায় অর্ধ কোটি টাকার উপরে ক্ষয়-ক্ষতির শিকার হয়েছেন। আকস্মিক বৃষ্টির কবলে সৃষ্ট ক্ষয়-ক্ষতির ফলে দিশেহারা হয়ে পড়েছেন ইট ভাটার মালিকেরা।

বিরামপুর উপজেলায় মেসার্স এইচ বিসি ব্রিক্স, মেসার্স আর আল এন্টার প্রাইজ, মেসার্স ব্রাদার্স ব্রিক্স, মেসার্স এ এইচ অটো ব্রিক্স লিঃ, এমডিডি ব্রিক্স, মেসার্স মাঈশা ব্রিক্স, এস এ ব্রিক্স, এমকেএম ব্রিক্স নামে ৮টি ইটভাটা রয়েছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে সেগুলোতে ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে ইটভাটায় ইট তৈরীর কাজ বন্ধ রাখা হয়েছে।

পৌরসভা এলাকার মির্জাপুরে অবস্থিত মেসার্স আর আল এন্টারপ্রাইজ ইটভাটার ম্যানেজার মাহাবুব আলম জানান, বৃষ্টির পানিতে তৈরীকৃত সমস্ত কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো কাজ শুরু করার কথা জানান ইটভাটা মালিকেরা।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
দিনাজপুর বিভাগের সর্বশেষ
দিনাজপুর বিভাগের আলোচিত
ওপরে