২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহা পরিচালকের কৃষি অফিস পরিদর্শন; কর্মকর্তাদের সাথে... বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

বিশ্বকাপে সাকিবের রেকর্ড গড়া সেঞ্চুরি

 অনলাইন ডেস্ক সমকালনিউজ২৪

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে হাফসেঞ্চুরি করে আউট হয়ে গেলেও আজ ইংল্যান্ডের বিপক্ষে ঠিকই তিন অঙ্কের দেখা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাত্র ৯৫ বলে ১০০ রান করেন বাঁহাতি এই টাইগার।

বিশ্বকাপ ক্রিকেটে সাকিব এখন বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক। তার পরেই আছেন মুশফিক। সাকিবের রান এখন পর্যন্ত ৭৮১।

সোফিয়া গার্ডেন্সে বিশ্বকাপে নিজদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাট করে ইংলিশরা ৩৮৭ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয়। টার্গেটে খেলতে নেমে ওপেনার সৌম্য সরকার মাত্র দুই রানে ফিরে গেলে ক্রিজে আসেন সাকিব। এই ম্যাচে ৫০ বলে সাকিব হাফসেঞ্চুরির দেখা পান।

পরের ৫০ রান করতে সাকিবের লাগে মাত্র ৪৫ বলে। এটি তার ক্যারিয়ারের ৮ম শতক।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৭৫ রানের ইনিংস খেলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। সে ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ জয় পায় ২১ রানে।

দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেও নিউজিল্যান্ডের বিপক্ষে হাফসেঞ্চুরি করেন তিনি। তার ব্যাটিংয়ের কারণে কিউইদের সম্মানজনক স্কোরের টার্গেট দিতে পারে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাংলাদেশ হারে দুই উইকেটে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
খেলাধুলা বিভাগের সর্বশেষ
ওপরে