২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহা পরিচালকের কৃষি অফিস পরিদর্শন; কর্মকর্তাদের সাথে... বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে... ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক... কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বরগুনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

বেনাপোল বন্দরে ডাকা লাগাতার কর্মবিরতি প্রত্যাহার

 মো. রাসেল ইসলাম,বেনাপোলঃ সমকালনিউজ২৪

যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি’র আশ্বাসে বেনাপোল স্থল বন্দরে ডাকা লাগাতার কর্মবিরতি প্রত্যাহার করেছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি।

বুধবার (৮ জুন) দুপুর ২টার দিকে এ কর্মবিরতি প্রত্যাহার করা হয়।

কর্মবিরতি প্রত্যাহারের পর থেকে বেনাপোল বন্দরে স্বাভাবিক রয়েছে পণ্য খালাসের কাজ।

উল্লেখ্য, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারের প্রত্যাহার সহ ৩ দফা দাবিতে স্থল বন্দরের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দেন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। ফলে বাংলাদেশি ট্রাকচালকরা বন্দর থেকে পণ্য পরিবহন বন্ধ করে দেয়। এরই মধ্যে ট্রান্সপোর্ট মালিক সমিতির নেতাদের সাথে স্থানীয় সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল রাজনৈতিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ফলপ্রসু বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করা হয়।

বেনাপোল স্থল বন্দরের সব অব্যবস্থাপনা রোধে এমপি শেখ আফিল উদ্দিন ব্যবস্থা নেবেন বলে তাদেরকে আশ্বাস দেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
যশোর বিভাগের আলোচিত
ওপরে