২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

ভারতকে হারিয়ে ‘বদলা’র হুঙ্কার দিলেন লুঙ্গি

 খেলাধুলা ডেস্কঃ সমকালনিউজ২৪
ভারতকে হারিয়ে ‘বদলা’র হুঙ্কার দিলেন লুঙ্গি

বিশ্বকাপে বল মাঠে গড়ানোর আগেই ভারতীয় দলকে সতর্ক করে দিলেন প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের বদলা বিশ্বকাপেই মিটিয়ে নিতে চান তিনি। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে ভারত জিতেছিল ৫-১ ব্যবধানে। কিন্তু সে দলে ছিলেন না এবি ডিভিলিয়ার্স, ফ্যাফ ডুপ্লেসি, কুইন্টন ডি’ককের মতো ক্রিকেটার। কিন্তু বিশ্বকাপে পূর্ণ শক্তি নিয়ে ভারতের বিপক্ষে নামতে চলেছে দক্ষিণ আফ্রিকা। ৫ জুন তাদের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত।

২৩ বছর বয়সী পেসার বলেন, ‘আমি মনে করি, ভারতকে কিছু ফিরিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। ভারতের বিপক্ষে নামার জন্য আমি মুখিয়ে রয়েছি। আমাদের দেশে যখন ওরা এসেছিল, অসাধারণ সিরিজ খেলেছিল। সেই হারের প্রভাব অনেক দিন ধরেই পড়েছে। আমার মনে হয় বিশ্বকাপই সঠিক মঞ্চ ওদের জবাব দেওয়ার। এই ম্যাচটি নিয়ে আমি খুব উত্তেজিত। আশা করি, বাকিরাও আমার মতোই ভারতের বিপক্ষে নামার জন্য উৎসাহী।’

ভারতের দক্ষতা সম্পর্কে কোনো সন্দেহ নেই এনগিডির। তার মানতে দ্বিধা নেই যে, ভারত অসাধারণ দল, ‘ভারত কেমন দল তা সবাই জানে। ওদের দক্ষতা সম্পর্কে কোনো সন্দেহ নেই। বিশ্বকাপে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রয়েছে ওদের। কিন্তু আমার বিপক্ষে ওরা যখন সিরিজ খেলেছে, তখন অনেকেই দলে ছিল না। বিশ্বকাপে তারা থাকছে। তাই প্রতিযোগিতা আরও বাড়তে পারে বলেই আমার ধারণা। সব সময়েই স্বপ্ন দেখেছি বিশ্বকাপ খেলার। দেশকে যদি প্রথম বিশ্বকাপ এনে দিতে পারি, তা হলে এর চেয়ে বেশি আনন্দের আর কিছুই হতে পারে না।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
খেলাধুলা বিভাগের সর্বশেষ
ওপরে