১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

মতলবে প্রশিক্ষণপ্রাপ্ত জেলেদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

  সমকালনিউজ২৪

কাজী নজরুল ইসলাম,চাঁদপুর ::

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিকল্প কর্মসংস্থানের জন্য নিবন্ধিত ও প্রশিক্ষণপ্রাপ্ত জেলেদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট নূরুল আমিন রুহুল।

১৯ জুলাই রবিবার দুপুরে কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানের জন্য মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

মতলব সরকারি ডিগ্রী কলেজ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুবিন সুজন, মেয়র আওলাদ হোসেন লিটন, ওসি স্বপন কুমার আইচ, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, উপজেলা আ’ লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী প্রধান, যুবলীগের আহবায়ক জহির সরকার প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা বলেন, আজ উপজেলার ৫ জন জেলের মাঝে সেলাই মেশিন দেওয়া হয়। পর্যায়ক্রমে পুরো উপজেলার ৫শ ৪০ জন জেলেকে এ সেলাই মেশিন দেয়া হবে। সেলাই মেশিনের সাথে আয়রন, সুতা, স্কেল, সিজার ও চক দেয়া হয়েছে। সেলাই মেশিন বিতরণ শেষে আলহাজ্ব এডভোকেট নূরুল আমিন রুহুল এমপি প্রধানমন্ত্রী শেখ হাছিনার বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১শ টি করে গাছের চারা বিতরণ ও প্রতিবন্ধি, বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা মহিলাদের ভাতা এবং ভাতা বহি বিতরণ করেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
চাঁদপুর বিভাগের আলোচিত
ওপরে